menu-iconlogo
logo

তোমাকে চেয়েছি এমন করে

logo
Şarkı Sözleri
মেয়েঃ তোমাকে চেয়েছি এমন করে

মানুষ জীবন চায় যেমন করে

তোমাকে নিয়েই আমি বাঁচবো বলে

জীবনকে বাজি ধরেছি

হো প্রেম দিয়ে জয় করেছি

ছেলেঃ তোমাকে চেয়েছি এমন করে

মানুষ জীবন চায় যেমন করে

তোমাকে নিয়েই আমি বাঁচবো বলে

জীবনকে বাজি ধরেছি

হো প্রেম দিয়ে জয় করেছি

-=আপলোড বাই মজিবুর=-

মেয়েঃ বুক ভরা এত ভালোবাসা

এক জনমে কি মিটবে আশা

===============

ছেলেঃ ও বুক ভরা এত ভালোবাসা

এক জনমে কি মিটবে আশা

মেয়েঃ মরেও তোমার হয়ে থাকবো বলে

জীবনকে বাজি ধরেছি

হো প্রেম দিয়ে জয় করেছি

-=আপলোড বাই মজিবুর=-

ছেলেঃ অন্তরে আছে যত চাওয়া

তার চেয়ে বড় তোমায় পাওয়া

==============

মেয়েঃ ও অন্তরে আছে যত চাওয়া

তার চেয়ে বড় তোমায় পাওয়া

ছেলেঃ এ পাওয়া অমর করে রাখবো বলে

জীবনকে বাজি ধরেছি

হো প্রেম দিয়ে জয় করেছি

মেয়েঃ তোমাকে চেয়েছি এমন করে

মানুষ জীবন চায় যেমন করে

তোমাকে নিয়েই আমি বাঁচবো বলে

জীবনকে বাজি ধরেছি

হো প্রেম দিয়ে জয় করেছি

ছেলেঃ তোমাকে চেয়েছি এমন করে

মানুষ জীবন চায় যেমন করে

তোমাকে নিয়েই আমি বাঁচবো বলে

জীবনকে বাজি ধরেছি

হো প্রেম দিয়ে জয় করেছি

====ধন্যবাদ====

এন্ড্রু কিশোর ও সামিনা চৌধুরী/সুলতান, তোমাকে চেয়েছি এমন করে - Sözleri ve Coverları