menu-iconlogo
huatong
huatong
avatar

এসো না বাচি একসাথে দুজন

এস আই টুটুলhuatong
অচেনা🕺মানব.huatong
Şarkı Sözleri
Kayıtlar
গান-এসোনা বাচি একসাথে দুজন

শিল্পী -এস আই টুটুল

এসো না বাচি একসাথে দুজন-

জানো তুমি আমার কত না আপন--

এসো না বাচি একসাথে দুজন

জানো তুমি আমার কত যে আপন

তুমি আছো অন্তরে

আছো প্রানের ভিতরে

থাকব একা কি করে

তূমি ছাড়া বাচেনা জীবন

এসো না বাচি একসাথে দুজন

জানো তুমি আমার কতো যে আপন

মিউজিক ফলো করুন

আপলোড বাই সাঈদ

ভালোবাসি কতো জানে আমার মন

তোমার জন্য মরবো যদি চাও এখন-

____Music__

ওও ভালোবাসি কতো জানে আমার মন

তোমার জন্য মরবো যদি চাও এখন

যতদিন যতক্ষণ আছে নিশ্বাস

তুমি আমার ততক্ষন করি বিশ্বাস

তুমি আছো অন্তরে

আছো প্রানের ভিতরে

থাকব একা কি করে?

তুমি ছাড়া বাচেনা জীবন

মিউজিক ফলো করুন

আপলোড বাই সাঈদ

তুমি দিনের শুরু তুমি আমার রাত

তোমার জন্য সইবো হাজারও আঘাত

____music__

ওও তুমি দিনের শুরু তুমি আমার রাত

তোমার জন্য সইবো হাজারও আঘাত

তুমি যে সুখেরই পৃথিবী আমার

যেনে রেখো কেউ নেই সেখানে আর

তুমি আছো অন্তরে

আছো প্রানের ভিতরে

থাকব একা কি করে?

তুমি ছাড়া বাচেনা জীবন

এসো না বাচি একসাথে দুজন

জানো তুমি আমার কত না আপন

এসো না বাচি একসাথে দুজন

জানো তুমি আমার কত যে আপন

তুমি আছো অন্তরে

আছো প্রানের ভিতরে

থাকব একা কি করে?

তুমি ছাড়া বাচেনা জীবন--

ধন্যবাদ সবাইকে ?

এস আই টুটুল'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin