menu-iconlogo
huatong
huatong
avatar

তোমায় একটু না দেখলে আর আমি থাকতে পারি না

কুমার সানু/অলকা ইয়াগনিকhuatong
alexismia1huatong
Şarkı Sözleri
Kayıtlar
তোমায় একটু না দেখলে আর

আমি থাকতে পারিনা

তোমায় একটু না দেখলে আর

আমি থাকতে পারিনা

মন পাগল পাগল হয়

ধরে রাখতে পারিনা

অপেক্ষা করুন

তোমায় একটু না দেখলে আর

আমি থাকতে পারিনা

মন পাগল পাগল হয়

ধরে রাখতে পারিনা

তবে কি তোমার প্রেমে তে পড়েছি

তবে কি তোমার প্রেমে তে পড়েছি

তোমার একটু বিরহ আর

আমি সইতে পারিনা

প্রাণ করে শুধু আন চান

ঘরে রইতে পারিনা

তবে কি তোমার প্রেমে তে পড়েছি

তবে কি তোমার প্রেমে তে পড়েছি

তোমায় একটু না দেখলে আর

আমি থাকতে পারিনা

মন পাগল পাগল হয়

ধরে রাখতে পারিনা

ZAIN SBS G(FOUNDER OF SBS)

মাঝ রাতে ঘুম থেকে উঠী জেগে

স্বপনে তোমারি যেন ছোওয়া লেগে

হো তোমারি ছবিটা দেখে বলি যে কথা

বলনা তুমি কি শুনতে পাও তা

বুকেতে কুকিল ডাকে শ্রাবনেতে

ভেসে যাই খুশিরেই সেই প্লাবনে তে

এক প্লাবনে তে

কি যে ইচ্ছে করে তখন

লাজে কইতে পারিনা

কি যে ইচ্ছে করে তখন

লাজে কইতে পারিনা

তোমায় একটু না দেখলে আর

আমি থাকতে পারিনা

তবে কি তোমার প্রেমে তে পড়েছি

তবে কি তোমার প্রেমে তে পড়েছি

তোমায় একটু না দেখলে আর

আমি থাকতে পারিনা

মন পাগল পাগল হয়

ধরে রাখতে পারিনা

পুবে যেথে পশ্চিমে যাই যে চলে

হুঁশ তো থাকেনা কে আমায় কি বলে

শহেলিরা হাসে কেনো আমাকে দেখে

কোন সুখে মোরে আছি বুজাবো কাকে

দিন দিন প্রতিদিন ভারে নেশা

সবি যেন তুমি আর তোমাতে মেশা

তোমাতে মেশা

আমায় দেখে সবাই বুঝে

কিছু ঢাকতে পারিনা

তোমায় একটু না দেখলে আর

আমি থাকতে পারিনা

মন পাগল পাগল হয়

ধরে রাখতে পারিনা

তবে কি তোমার প্রেমে তে পড়েছি

তবে কি তোমার প্রেমে তে পড়েছি

তোমার একটু বিরহ আর

আমি সইতে পারিনা

প্রাণ করে শুধু আন চান

ঘরে রইতে পারিনা

তবে কি তোমার প্রেমে তেপড়েছি

তবে কি তোমার প্রেমে তে পড়েছি

তবে কি তোমার প্রেমে তে পড়েছি

তবে কি তোমার প্রেমে তে পড়েছি

কুমার সানু/অলকা ইয়াগনিক'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin

কুমার সানু/অলকা ইয়াগনিক, তোমায় একটু না দেখলে আর আমি থাকতে পারি না - Sözleri ve Coverları