"চুমকি চলেছে একা পথে"
শিল্পী:মোঃ খুরশিদ আলম
Choice by
Shahjalal Mondol
Md Sohel
Roman Sarwar
চুমকি চলেছে একা পথে
সঙ্গী হলে দোষ কি তাতে
রাগ করো না সুন্দরী গো
রাগলে তোমায় লাগে আরও ভালো
চুমকি চলেছে একা পথে
সঙ্গী হলে দোষ কি তাতে
হার মেনেছে, দিনের আলো
রাগলে তোমায় লাগে আরও ভালো
সুন্দরী চলেছে একা পথে
Choice by
Shahjalal Mondol
Md Sohel
Roman Sarwar
ও টাঙ্গাওয়ালী
রাগ করো খালি
চাবুক রেখে আমার হাত ধরো সেই ভালো
ও টাঙ্গাওয়ালী রাগ করো খালি
চাবুক রেখে আমার হাত ধরো সেই ভালো
একা একা এই পথে চলোনা
আর কারও নজরে পড়োনা
তাহলে যে মরে যাবো আমি
চুমকি চলেছে একা পথে
সঙ্গী হলে দোষ কি তাতে
হার মেনেছে, দিনের আলো
রাগলে তোমায় লাগে আরও ভালো
সুন্দরী চলেছে একা পথে
Choice by
Shahjalal Mondol
Md Sohel
Roman Sarwar
মুখেতে গালি
মিঠা মিঠা হেঁয়ালি
যত খুশি গালাগালি করো লাগে ভালো
মুখেতে গালি মিঠা মিঠা হেঁয়ালি
যত খুশি গালাগালি করো লাগে ভালো
আমাকে পাশে নিয়ে চলো না
মিষ্টি করে তুমি বলো না
তোমাকে যে আমি ভালবাসি
চুমকি চলেছে একা পথে
সঙ্গী হলে দোষ কি তাতে
হার মেনেছে, দিনের আলো
রাগলে তোমায় লাগে আরও ভালো
সুন্দরী চলেছে একা পথে
চুমকি চলেছে একা পথে
সঙ্গী হলে দোষ কি তাতে
হার মেনেছে, দিনের আলো
রাগলে তোমায় লাগে আরও ভালো
সুন্দরী চলেছে একা পথে
ধন্যবাদ