menu-iconlogo
logo

তোমার আকাশে আমার আশার তারা

logo
avatar
চাইমlogo
HEARTLess🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🐜logo
Uygulamada Söyle
Şarkı Sözleri
কারোকে বাই হারটলেস

আপলোড বাই সাইমন

তোমার আকাশে আমার আশার তারা,

আর কোনো দিন জলবে না

তোমার আকাশে আমার আশার তারা,

আর কোনো দিন জলবে না

বলব না মোর মনের কথা,

জীবনের মালা আর গাথব না

তোমার আকাশে আমার আশার তারা,

আর কোনো দিন জলবে না

তোমার আকাশে আমার আশার তারা,

আর কোনো দিন জলবে না

বলব না মোর মনের কথা,

জীবনের মালা আর গাথব না

তোমার আকাশে আমার আশার তারা

আর কোনোদিন জ্বলবে না।

তুমি ভালোবেসে যদি চলেই যাবে,

ওগো হৃদয় দিয়ে যদি ব্যাথায় দিবে

তুমি ভালোবেসে যদি চলেই যাবে,

ওগো হৃদয় দিয়ে যদি ব্যাথায় দিবে

তোমায় আমি অধিকার নিয়ে,

ভালোবাসার মিনতি করে

কাছে আর কভূ টানবো না

তোমার আকাশে আমার আশার তারা

আর কোনোদিন জ্বলবে না

বলব না মোর মনের কথা

জীবনের মালা আর গাথব না

তোমার আকাশে আমার আশার তারা

আর কোনোদিন জ্বলবে না।

তুমি সুখেই থাকো,আমি নাই বা রলাম

তুমি খুশিই থাকো,আমি ব্যাথায় পেলাম

তুমি সুখেই থাকো,আমি নাই বা রলাম

তুমি খুশিই থাকো,আমি ব্যাথায় পেলাম

তোমার জীবনের যতো আনন্দ

তোমার জীবনের যতো হাসি,

আমি আর কভু ভাঙব না

তোমার আকাশে আমার আশার তারা,

আর কোনোদিন জ্বলবে না

তোমার আকাশে আমার আশার তারা

আর কোনোদিন জ্বলবে না

বলবো না মোর মনের কথা,

জীবনের মালা আর গাথবো না

তোমার আকাশে আমার আশার তারা

আর কোনোদিন জ্বলবে না।

চাইম, তোমার আকাশে আমার আশার তারা - Sözleri ve Coverları