menu-iconlogo
huatong
huatong
avatar

রাত নামে দু'চোখে ঘুম জড়ায়/ তামান্না

তামান্নাhuatong
✿⑅⃝💠𝐓𝐀𝐌𝐀𝐍𝐍𝐀✿huatong
Şarkı Sözleri
Kayıtlar
গান: রাত নামে দু'চোখে ঘুম জড়ায়

ছবি: রাজু আঙ্কেল

শিল্পী: সনু নিগম

চয়েস: MASUM HOSSAIN [ T. G.S ]

আপলোড: তামান্না [ T R N ]

রাত নামে দু'চোখে ঘুম জড়ায়,

লাল পরী, নীল পরীর কল্পনায়।

===================

রাত নামে দুচোখে ঘুম জড়ায়

লাল পরী, নীল পরীর কল্পনায়,

স্বপ্নেরই দেশেতে চলো যাই একসাথে

যেখানে চাঁদ মামা গান শোনায়,

রাত নামে দু চোখে ঘুম জড়ায়,

লাল পরী নীল পরীর কল্পনায়।

আপলোড: তামান্না [ T R N ]

জোনাকী জ্বলে আর নিভে যায়

রাত পাখি আঁধারে ডেকে যায়,

প্রহরে প্রহরে আকাশে ঐ দূরে

জাগেরে তারারা কি আশায়,

জাগেরে তারারা কি আশায়।

স্বপ্নেরই দেশেতে চলো যাই একসাথে

যেখানে চাঁদ মামা গান শোনায়।

আপলোড: তামান্না [ T R N ]

সেই আশায় দিন আমার কেটে যায়

ফুটবে যে কবে ফুল ভরসায়

সেই আশায় দিন আমার কেটে যায়

ফুটবে যে কবে ফুল ভরসায়,

সুখেরই সেই দিন, আসবে যে একদিন

দিন গুনে মন যে তাই আলো ছায়ায়,

দিন গুনে মন যে তাই আলো ছায়ায়।

স্বপ্নেরই দেশেতে চল যাই একসাথে

যেখানে চাঁদ মামা গান শোনায়।

রাত নামে দুচোখে ঘুম জড়ায়

লাল পরী নীল পরীর কল্পনায়,

স্বপ্নেরই দেশেতে চল যাই একসাথে

যেখানে চাঁদ মামা গান শোনায়,

রাত নামে দু'চোখে ঘুম জড়ায়

লাল পরী, নীল পরীর কল্পনায়।

====27.11.23=====

তামান্না'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin