menu-iconlogo
huatong
huatong
--cover-image

হারানো হিয়ার নিকুঞ্জ পথে

নজরুল গীতিhuatong
rbmerionhuatong
Şarkı Sözleri
Kayıtlar
হারানো হিয়ার নিকুঞ্জ পথে

(নজরুল সংগীত)

হারানো হিয়ার নিকুঞ্জ পথে,

কুড়াই ঝরা ফূল একেলা আমি,

তুমি কেন হায় আসিলে হেথায়,

সুখের সরগ হইতে নামি,

হারানো হিয়ার নিকুঞ্জ পথে,

কুড়াই ঝরা ফূল একেলা আমি।

চারিদিকে মোর উড়িছে কেবল,

শুকানো পাতা মলিন ফূলদল,

চারিদিকে মোর উড়িছে কেবল,

শুকানো পাতা মলিন ফূলদল,

বৃথায় সেথা হায় তব আঁখিজল,

ছিটাও অবিরল দীবসযামী,

হারানো হিয়ার নিকুঞ্জ পথে,

কুড়াই ঝরা ফূল একেলা আমি।

এলে অবেলায় পথিক বেভুল,

বিধিছে কাঁটা নাহি যবে ফুল,

এলে অবেলায় পথিক বেভুল,

বিধিছে কাঁটা নাহি যবে ফুল,

কি দিয়ে বরন করি ও চরন,

নিভিছে জীবন, জীবন স্বামী,

হারানো হিয়ার নিকুঞ্জ পথে,

কুড়াই ঝরা ফূল একেলা আমি,

তুমি কেন হায় আসিলে হেথায়,

সুখের সরগ হইতে নামি,

হারানো হিয়ার নিকুঞ্জ পথে,

কুড়াই ঝরা ফূল একেলা আমি,

হারানো হিয়ার..........।

নজরুল গীতি'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin