menu-iconlogo
huatong
huatong
avatar

আসমানে যাইও নারে বন্ধু

পাগল হাসানhuatong
WalidAh_star69507462huatong
Şarkı Sözleri
Kayıtlar
আসমানে যাইও নারে বন্ধু

>>>UPLOAD ~ WALID AHMED>>>

>>>>SURER PIYASI FAMILY<<<<<

আরে ও বন্ধুরে.… এ.....

দুর আকাশের চান্দের পাশে

ঝলমল করে তারা

আর আমার কেউ আর নাইরে বন্ধু কেবল তুমি ছাড়া

তুমি দাগা দিবাই চাইয়োরে বন্ধু দাগা দিবাই চাইও

অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও

আসমানে যাইও নারে বন্ধু,

ধরতে পারবো না- তোমায়

পাতালে যাইও নারে বন্ধু,

ছুইতে পারবো না- তোমায়।

আসমানে যাইও নারে বন্ধু,

ধরতে পারবো না- তোমায়

পাতালে যাইও নারে বন্ধু,

ছুইতে পারবো না- তোমায়।

বুকের ভিতর-রইও রে বন্ধু

বুকের ভিতর- রইও,

অন্তরে অন্তর মিশাইয়া

পিরীতের গান গাইও তুমি

বুকের ভিতর-রইও রে বন্ধু

বুকের ভিতর- রইও,

অন্তরে অন্তর মিশাইয়া

পিরীতের গান গাইও।

>>>UPLOAD ~ WALID AHMED>>>

>>>>SURER PIYASI FAMILY<<<<<

ও বন্ধু রে----এ---

সতী নারীর পতি যেমন, পর্বতেরই--চূড়া,

অসৎ নারীর গতি তেমন,

ভাঙ্গা নায়ের গোড়া--

আরে ও বন্ধু রে----এ---

সতী নারীর পতি যেমন, পর্বতেরই--চূড়া,

অসৎ নারীর গতি তেমন,

ভাঙ্গা নায়ের গোড়া--

তুমি নায়ের গলই হইও রে বন্ধু,

নায়ের গলই-- হইও,

অন্তরে অন্তর মিশাইয়া,

পিরীতের গান গাইও তুমি বুকের ভিতর- রইও,

বুকের ভিতর রইও

অন্তরে অন্তর মিশাইয়া

পিরীতের গান গাইও

>>>UPLOAD ~ WALID AHMED>>>

>>>>SURER PIYASI FAMILY<<<<<

ও বন্ধু রে----এ---

না করিয়া পাগল হাসান,

কূল কলঙ্কের ভয়,

প্রেম তরণী ভাসাইলাম,

নামে দয়াময়।

আরে ও বন্ধু রে----এ---

না করিয়া পাগল হাসান

কূল কলঙ্কের ভয়,

প্রেম তরণী ভাসাইলাম,

নামে দয়াময়।

তুমি দয়াময়ী হইও রে বন্ধু,

দয়াময়ী হইও,

অন্তরে অন্তর মিশাইয়া,

পিরীতের গান গাইও তুমি বুকের ভিতর-রইও রে বন্ধু

বুকের ভিতর- রইও,

অন্তরে অন্তর মিশাইয়া

পিরীতের গান গাইও।

আসমানে যাইও নারে বন্ধু,

ধরতে পারবো না- তোমায়

পাতালে যাইও নারে বন্ধু,

ছুইতে পারবো না- তোমায়।

আসমানে যাইও নারে বন্ধু,

ধরতে পারবো না- তোমায়

পাতালে যাইও নারে বন্ধু,

ছুইতে পারবো না- তোমায়।

বুকের ভিতর-রইও রে বন্ধু

বুকের ভিতর- রইও,

অন্তরে অন্তর মিশাইয়া

পিরীতের গান গাইও তুমি

বুকের ভিতর-রইও রে বন্ধু

বুকের ভিতর- রইও,

অন্তরে অন্তর মিশাইয়া

পিরীতের গান গাইও।

?ধন্যবাদ সবাইকে?

পাগল হাসান'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin