প্রেমের মরমো বুঝেনা যে
মন দিওনা তারে
যার তার সাথে করলে পিরিত
কান্দায় বারে বারে
প্রেমের মরমো বুঝেনা যে
মন দিওনা তারে
যার তার সাথে করলে পিরিত
কান্দায় বারে বারে
যার তার সাথে করলে পিরিত
কান্দায় বারে বারে..
জলে সাথে মাছের পিরিত
মাছের সাথে জল
মন না যেনে করলে পিরিত
সব'ই হয় বিফল
জলে সাথে মাছের পিরিত
মাছের সাথে জল
মন না যেনে করলে পিরিত
সব'ই হয় বিফল
সাদা মনে পরলে কালি
মুছিতে কে পারে
হায়রে সাদা মনে পরলে কালি
মুছিতে কে পারে,
প্রেমের মরমো বুঝেনা যে
মন দিওনা তারে
যার তার সাথে করলে পিরিত
কান্দায় বারে বারে
যার তার সাথে করলে পিরিত
কান্দায় বারে বারে..
লতার সাথে গাছের পিরিত
গাছের সাথে লতার
মধুর প্রেমে জরিয়ে ধরে হয় যে মনের কথা
লতার সাথে গাছের পিরিত
গাছের সাথে লতার
মধুর প্রেমে জরিয়ে ধরে হয় যে মনের কথা
ভেঙে গেলে সেইনা পিরিত
মরার অাগেই মারে
হায়রে ভেঙে গেলে সেই পিরিত
মরার অাগেই মারে
প্রেমের মরমো বুঝেনা যে
মন দিওনা তারে
যার তার সাথে করলে পিরিত
কান্দায় বারে বারে
প্রেমের মরমো বুঝেনা যে
মন দিওনা তারে
যার তার সাথে করলে পিরিত
কান্দায় বারে বারে
যার তার সাথে করলে পিরিত
কান্দায় বারে বারে..