গানের নামঃ বকুল তলে ফুল কুড়াতে..
আপলোডঃ Sunbir.22
<< মিউজিক <মিউজিক> মিউজিক >>
বকুল তলে ফুল কুড়াতে আসতে তুমি মৌ
পুতুল খেলার ছলে আমার সাজতে তুমি বউ
সেই দিনগুলি কই
সেই দিনগুলি কই,সেই দিন গুলি কই।
বকুল তলে ফুল কুড়াতে আসতে তুমি মৌ
পুতুল খেলার ছলে আমার সাজতে তুমি বউ
সেই দিনগুলি কই
সেই দিনগুলি কই,সেই দিন গুলি কই।
<< মিউজিক <মিউজিক> মিউজিক >>
সময় নদীর জল বয়ে যায় আরো কতখানি
পলি মাটি চাপা দিলো কত যে কাহিনী।
<< মিউজিক <মিউজিক> মিউজিক >>
সময় নদীর জল বয়ে যায় আরো কতখানি
পলি মাটি চাপা দিলো কত যে কাহিনী।
সেই স্মৃতি যে আমি কেন ভুল'তে পারি না
পথ চেয়ে রই।
সেই দিনগুলি কই,সেই দিন গুলি কই
বকুল তলে ফুল কুড়াতে আসতে তুমি মৌ
পুতুল খেলার ছলে আমার সাজতে তুমি বউ
সেই দিনগুলি কই
সেই দিনগুলি কই,সেই দিন গুলি কই।
<< মিউজিক <মিউজিক> মিউজিক >>
আশায় আশায় দিন খয়ে যায় কত কথা ভেবে
চোখের আলো রইতে বুঝি,মনের আলো নিভে।
<< মিউজিক <মিউজিক> মিউজিক >>
আশায় আশায় দিন খয়ে যায় কত কথা ভেবে
চোখের আলো রইতে বুঝি,মনের আলো নিভে।
তুমি ছাড়া আমি যে আর বাঁচতে পারি না
কত জ্বালা সই
সেই দিনগুলি কই,সেই দিন গুলি কই
বকুল তলে ফুল কুড়াতে আসতে তুমি মৌ
পুতুল খেলার ছলে আমার সাজতে তুমি বউ
সেই দিনগুলি কই
সেই দিনগুলি কই,সেই দিন গুলি কই।
বকুল তলে ফুল কুড়াতে আসতে তুমি মৌ
পুতুল খেলার ছলে আমার সাজতে তুমি বউ
সেই দিনগুলি কই
সেই দিনগুলি কই"সেই দিন গুলি কই।
<< মিউজিক <মিউজিক> মিউজিক >>
গানের অ্যালবামঃ চার্মিং বৌ
শিল্পীঃ মনি কিশোর