menu-iconlogo
huatong
huatong
avatar

যৌবন কালে সোয়ামী পাইলাম না

মুনিয়া মুনhuatong
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛huatong
Şarkı Sözleri
Kayıtlar
আজ খেতার ভিজলে যেমন তেমন দাদী

বালিশ ভিজলে শুকায় না..

===============

আজ খেতার ভিজলে যেমন তেমন দাদী

বালিশ ভিজলে শুকায় না...

যৌবন কালে একটা সোয়ামী গো পাইলাম না

আরে ও. দাদী আমি চিনতাই বুঝলার বাচিনা

যৌবন কালে একটা সোয়ামী গো পাইলাম না

হায়রে যৌবন কালে একটা সোয়ামী গো পাইলাম না...

-=আপলোড বাই মজিবুর=-

আশ্বীন মাসে যেমন তেমন দাদী

গাঞ্জে ধান খেত গারতাছে....

আমার যৌবন দাদী মারবল খেলতাছে....

আমি হাউস কইরি বইলাম বিয়া

ঐ কালা ছেড়াডার কাছে গো...

অংবে রঙের সোয়ামী তুমি গো...

আরে ও.দাদী আমি চিনতাই বুঝলার বাচিনা

যৌবন কালে একটা সোয়ামী গো পাইলাম না

ওরে যৌবন কালে একটা সোয়ামী গো পাইলাম না

-=আপলোড বাই মজিবুর=-

ওরে সারারাত্রি থাকিলা বোগলে

আও করলা না মনের গৌরবে

অংবে রঙের সোয়ামী তুমি রে..

ওরে রেডিআ দিমু সাইকেল দিমু

দিমু মোবাইল কিনিয়া রে

অংবে রঙের সোয়ামী তুমি রে..

আরে ও. দাদী আমি চিনতাই বুঝলার বাচিনা

যৌবন কালে একটা সোয়ামী গো পাইলাম না

হায়রে যৌবন কালে একটা সোয়ামী গো পাইলাম না...

-=আপলোড বাই মজিবুর=-

ওরে কোন বা সতীনে দিছে বুদ্ধি

ধইরা ধইরা আমায় মারে গো

অংবে রঙের সোয়ামী তুমি গো..

ওরে কাইলকাই যামু বাপের বাড়ি

আমি দিমু মোটরসাইকেল কিনিয়া গো

অংবে রঙের সোয়ামী তুমি গো..

আরে ও. দাদী আমি চিনতাই বুঝলার বাচিনা

যৌবন কালে একটা সোয়ামী গো পাইলাম না

আরে যৌবন কালে একটা সোয়ামী গো পাইলাম না

আরে যৌবন কালে একটা সোয়ামী গো পাইলাম না

ওরে যৌবন কালে একটা সোয়ামী গো পাইলাম না

====ধন্যবাদ====

মুনিয়া মুন'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin