menu-iconlogo
huatong
huatong
avatar

তুমি কোন রসিয়া দোকানি kon rosia doka

রবি চৌধুরীhuatong
stdracohuatong
Şarkı Sözleri
Kayıtlar
তুমি কোন রসিয়া দোকানি,

কণ্ঠশিল্পী রবি চৌধুরী

আপলোড মনির ইফতি

লিরিক্স সংগ্রহ মাহি ।

ও তুমি কোন রসিয়া দোকানি

খাওয়াইলা কিসের পানি

কোন রসিয়া দোকানি

খাওয়াইলা কিসের পানি।

আমার মোটেও নেশা ধরেনি,

তুমি ভাবছো বসে ঘায়েল করেছি

প্রেমের তীর ছুড়েছি ,

ও না না না তীর লাগেনি ,

আমার মোটেও নেশা ধরেনি,

তুমি কোন রসিয়া দোকানি

খাওয়াইলা কিসের পানি,

আমার মোটেও নেশা ধরেনি।

আপলোড মনির ইফতি

লিরিক্স সংগ্রহ মাহি

তোমার মালের ও কি গুন

আমারে করেছে যে খুন

যেন বক্সীর ঘাটের পানের খিলির সাথে

মহেশখালীর চুন।

তোমার মালের ও কি গুন

আমারে করেছে যে খুন

যেন বক্সীর ঘাটের পানের খিলির সাথে

মহেশখালীর চুন

পানে ঠোটে রাঙ্গেনি

মালে নেশা ধরে নি

ও আমার মোটেও নেশা ধরে নি।

তুমি কোন রসিয়া দোকানি

খাওয়াইলা কিসের পানি

আমার মোটেও নেশা ধরে নি।

আপলোড মনির ইফতি

লিরিক্স সংগ্রহ মাহি

মাছ ধরিতে বইসা আছো

ভাঙ্গা বরশি লইয়া,

ঠোঁটটা মাছে বড়শি লইয়া

গেল রে পালাইয়া,

মাছ ধরিতে বইসা আছো

ভাঙ্গা বরশি লইয়া,

ঠোঁটটা মাছে বড়শি লইয়া

গেল রে পালাইয়া,

তোমার মালের কি রং

খাইয়া সাইজা আছি সং

যেন মাল খাওয়াইয়া মাতাল করতে

দেখাইতাছ ঢং

তোমার মালের কি রং

খাইয়া সাইজা আছি সং

যেন মাল খাওয়াইয়া মাতাল করতে

দেখাইতাছ ঢং

পানে ঠোঁটে রাঙ্গেনি,

ওওমালে নেশা ধরে নি

আমার মোটেও নেশা ধরে নি।

ও তুমি কোন রসিয়া দোকানি

খাওয়াইলা কিসের পানি

কোন রসিয়া দোকানি

খাওয়াইলা কিসের পানি।

আমার মোটেও নেশা ধরেনি,

তুমি ভাবছো বসে ঘায়েল করেছি

প্রেমের তীর ছুড়েছি ,

ও না না না তীর লাগেনি ,

আমার মোটেও নেশা ধরেনি,

তুমি কোন রসিয়া দোকানি

খাওয়াইলা কিসের পানি,

আমার মোটেও নেশা ধরেনি।

তুমি কোন রসিয়া দোকানি

খাওয়াইলা কিসের পানি,

আমার মোটেও নেশা ধরেনি।

রবি চৌধুরী'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin