গানঃ মন পাখি তুই
শিল্পীঃ রবি চৌধুরী
কথাঃ কাজী ফারুক বাবুল
সুরঃ খায়ের আহমেদ
আপলোডারঃ এম.এ আজিজ
মন পাখি তুই চইলা গেলিরে
ওরে পাখিরে ফিরা আইলি না
আমি তোরে ছাড়া বাঁচবো কি করে
কিছুই বুঝিনা.....
ওরে পাখিরে বুঝেও বুঝলি না
হৃদয়টারে শূণ্য করে
গেলিরে তুই কোন বনে রে
হৃদয়টারে শূণ্য করে....
গেলিরে তুই কোন বনে রে
তোর বিরহেই কাটে নারে দিন
ওরে পাখিরে বুঝেও বুঝলি না
মন পাখি তুই চইলা গেলিরে
ওরে পাখিরে ফিরা আইলি না
= নতুন HD মিউজিক পেতে=
==ফলো দিয়ে সাথে থাকুন==
কি দোষেতে দোষি করে
দাগা দিলি সরল প্রাণে রে
কি দোষেতে দোষি করে
দাগা দিলি সরল প্রাণে রে
তোর কারনে গোলোরে দুই কুল
ওরে পাখিরে বুঝেও বুঝলি না
মন পাখি তুই চইলা গেলিরে
ওরে পাখিরে ফিরা আইলি না
আমি তোরে ছাড়া বাঁচবো কি করে
কিছুই বুঝিনা.....
ওরে পাখিরে ফিরা আইলি না
ওরে পাখিরে বুঝেও বুঝলি না
ওরে পাখিরে বুঝেও বুঝলি না
ওরে পাখিরে বুঝেও বুঝলি না