menu-iconlogo
huatong
huatong
avatar

দেখ দেখ মনরায়

রিংকুhuatong
꧁༒☬🅰🅼🅸🅽༒🇧🇩꧂huatong
Şarkı Sözleri
Kayıtlar
গানঃদেখ মনরায় ৷৷৷

শিল্পীঃরিংকু

?আপলোড বাই আমিন ?

sid?:13384523708?

দেখ মনরায় হয়েছে উদয়

দেখ মনরায় হয়েছে উদয়

কি আনন্দময় সাধুর সধ বাজারে

পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে

পাপীর ভাগ্যে এএএ

দেখ দেখ মনরায় হয়েছে উদয়

দেখ মনরায় হয়েছে উদয়

কি আনন্দময় সাধুর সধ বাজারে

পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবেরে

পাপীর ভাগ্যে এএএ

দেখ দেখ মনরায়

?This song chosen by

ATIF & Amin?

যথা রে সেই সাধুর বাজার

তথা সাই'র বারাম নিরন্তর

যথা রে সেই সাধুর বাজার

তথা সাইর বারাম নিরন্তর

এনে সাধ সভায় তবে মন আমায়

এনে সাধ সভায় তবে মন আমায়

আবার যেন ফ্যারে ফেলিস না রে

পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে

পাপীর ভাগ্যে এএএ

দেখ দেখ মনরায়

? musti unlimited family

ATIF (captain mu)?

সাধু গুরুর কি মহিমা

বেধে দিতে না রে সীমা

সাধু গুরুর কি মহিমা

বেধে দিতে না রে সীমা

হেন পদে যার নিষ্ঠা না হয় তার

হেন পদে যার নিষ্ঠা না হয় তার

না জানি কপালে কি আছে রে

পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে

পাপীর ভাগ্যে এএএ

দেখ দেখ মনরায়

?আপলোড বাই আমিন?

সাধুর ও বাতাসে মন

বনের কাষ্ঠ হয় রে চন্দন

সাধুর ও বাতাসে মন

বনের কাষ্ঠ হয় রে চন্দন

লালন বলে মন খোজ কি আর ধন

লালন বলে মন খোজ কি আর ধন

সাধুর সঙ্গে রঙ্গে বেশ কর রে

পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে

পাপীর ভাগ্যে এএএ

দেখ দেখ মনরায় হয়েছে উদয়

দেখ মনরায় হয়েছে উদয়

কি আনন্দময় সাধুর সধ বাজারে

পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবেরে

পাপীর ভাগ্যে এএএ

দেখ দেখ মনরায় হয়েছে উদয়

দেখ মনরায় হয়েছে উদয়

কি আনন্দময় সাধুর সধ বাজারে

পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবেরে

পাপীর ভাগ্যে এএএ

দেখ দেখ মনরায়?

রিংকু'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin