menu-iconlogo
huatong
huatong
--cover-image

চরন ফেলিও ধীরে ধীরে প্রিয়

সন্ধ্যা মুখোপাধ্যায়huatong
67677764742huatong
Şarkı Sözleri
Kayıtlar
কথা-প্রনব রায়, সুর- কমল দাশগুপ্ত

শিল্পী-সন্ধ্যা মুখোপাধ্যায়

ট্র্যাক আপলোড-শিব শঙ্কর দাস

*** *** *** *** ***

চরন ফেলিও, ধীরে ধীরে প্রিয় ও

আমার সমাধি পরে, চরন ফেলিও,,,

দেখো মোর ঘুম ভেঙে যায় নাকো যেনো'ও

যে' ন ক্ষনিকের তরে এ এ

আমার ও সমাধি প'রে

চরন ফে'লিও ও

মি উ জি ক

ফুল যদি কভু নাহি থাকে হা'য় """

শুধু আঁখি বারি ফে'লিও সেথায়

উতলা হাওয়ার পরশে যেমন

বন শেফালিকা ঝ' রে

বন শেফালিকা ঝরে

আমার ও সমাধি পরে

চরন ফেলিও """

মি উ জি ক

শিব শঙ্কর দাস

আকাশে তখন ছায়া নামে যদি

সন্ধ্যা ঘনায় বনে """"'

মনে কর দোঁহে দেখা হয়েছিল

সে কোন গোধূলি ক্ষ 'নে

আমার আঁধার সমাধি তে প্রিয় ওও

তোমার প্রেমের দ্বীপ জ্বেলে দিও ও

(একসাথে) আমার আঁধার সমাধি তে

প্রিয়, ও তোমার প্রেমের দ্বীপ জ্বেলে দিও

ঝরা মালিকার পরিমল যেন থাকে এ

থাকে তব হিয়া ভ'রে

আমার ও সমাধি প'রে

চরন ফেলিও ধীরে ধীরে প্রিয় ও

আমার ও সমাধি প'রে।

শিব শঙ্কর দাস

সন্ধ্যা মুখোপাধ্যায়'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin