menu-iconlogo
huatong
huatong
avatar

ভুলে যদি সুখ পাও

সাজ্জাদ নূরhuatong
mdsalam.bh26huatong
Şarkı Sözleri
Kayıtlar
UPLOAD MD SALAM

ভুলে যদি সুখ পাও ভুলে থাকো

আমায় মনে যদি নাইবা রাখো

ভুলে যদি সুখ পাও ভুলে থাকো

আমায় মনে যদি নাইবা রাখো

আমারি জীবনে হারিয়েছি স্বপনে

জানিনা কি মনে আমায় দেখো..

ভুলে যদি সুখ পাও ভুলে থাকো

আমায় মনে যদি নাইবা রাখো

UPLOAD MD SALAM

কতো কিনা আনমনে ভাবি নিরালায়

মনে পড়ে সেই দিন দুপুর বেলা

==========

কতো কিনা আনমনে ভাবি নিরালায়

মনে পড়ে সেই দিন দুপুর বেলা

বুঝিনি কি কারনে,পিরিতের ভুবনে

বুঝেনি কি কারনে,পিরিতের ভুবনে

নয়নে নয়নে ছবি আঁকো...

বাগিচা প্রান্তর,কেঁদেছিল অন্তর

জন জন ঝড় বয়ে ভিতর...

ভুলে যদি সুখ পাও,ভুলে থাকো

আমায় মনে যদি নাইবা রাখো

UPLOAD MD SALAM

যতো না স্মৃতি কাঁদায় দরদীর কথা

বিরহের জ্বালা নিয়ে মনের ব্যথা

==========

যতো না স্মৃতি কাঁদায় দরদীর কথা

বিরহের জালা নিয়ে মনের ব্যথা

আজি মায়া মমতা নেই কেন অযথা

আজি মায়া মমতা নেই কেন অযথা

পিরিতের চিতা বুকে রাখো...

কিযে নেশায় বিভুর আমি আছি বহুদূর

ওই সুর ওই গানে ডাকো...

ভুলে যদি সুখ পাও ভুলে থাকো

আমায় মনে যদি নাইবা রাখো

ভুলে যদি সুখ পাও ভুলে থাকো

আমায় মনে যদি নাইবা রাখো

আমারি জীবনে হারিয়েছি স্বপনে

জানিনা কি মনে আমায় দেখো..

ভুলে যদি সুখ পাও ভুলে থাকো

আমায় মনে যদি নাইবা রাখো

UPLOAD MD SALAM

সাজ্জাদ নূর'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin