menu-iconlogo
logo

এই অন্তরে তরে তুমি ছাড়া ছাড়া

logo
Şarkı Sözleri
এই অন্তরে তরে তুমি ছাড়া ছাড়া

আর কেহ কেহ নাই গো

কত সুন্দরী কচি যুবতী

তবু তোমার তুলনা নাইগো নাইগো

এই অন্তরে তরে তুমি ছাড়া ছাড়া

আর কেহ কেহ নাইগো

শোন শোন প্রিয়তমা রাখো এই মন জমা

তোমার ওই হৃদয়ের ছায়ায়

একে একে এক হয়ে থেকো তুমি মন ছুয়ে

রেখো বেধে প্রেমও মায়ায়

রেখো বেধে প্রেমও মায়ায়

শোন শোন প্রিয়তমা রাখো এই মন জমা

তোমার ওই হৃদয়ের ছায়ায়

একে একে এক হয়ে থেকো তুমি মন ছুয়ে

রেখো বেধে প্রেমও মায়ায়

রেখো বেধে প্রেমও মায়ায়

রেখো বেধে প্রেমও মায়ায়

দাও কথা দাও রবে পাশে

চিরদিন ভালবেসে মন শুধু তোমাকেই

চায় গো চায় গো

এই অন্তরে তরে তুমি ছাড়া ছাড়া

আর কেহ কেহ নাইগো

কত সুন্দরী কচি যুবতি

তবু তোমার তুলনা নাইগো নাইগো

এই অন্তরে তরে তুমি ছাড়া ছাড়া

আর কেহ কেহ নাইগো

তুমি আছো আমি আছি দেখো কত কাছাকাছি

বলে যায় কানে কানে এ সময়

রিনিঝিনি ঝংকার তোমারই যে নাম বাজে

দুরু দুরু করে হায় এ হৃদয়

দুরু দুরু করে এ হৃদয়

তুমি আছো আমি আছি দেখো কত কাছাকাছি

বলে যায় কানে কানে এ সময়

রিনিঝিনি ঝংকার তোমারই যে নাম বাজে

দুরু দুরু করে হায় এ হৃদয়

দুরু দুরু করে এ হৃদয়

দুরু দুরু করে এ হৃদয়

দাও কথা দাও রবে পাশে

চিরদিন ভালোবেসে মন শুধু তোমাকেই

চায় গো চায় গো

এই অন্তরে তরে তুমি ছাড়া ছাড়া

আর কেহ কেহ নাইগো

কত সুন্দরী কচি যুবতী

তবু তোমার তুলনা নাইগো নাইগো

এই অন্তরে তরে তুমি ছাড়া ছাড়া

আর কেহ কেহ নাইগো

এই অন্তরে তরে তুমি ছাড়া ছাড়া

আর কেহ কেহ নাইগো

কত সুন্দরী কচি যুবতী

তবু তোমার তুলনা নাইগো নাইগো

এই অন্তরে তরে তুমি ছাড়া ছাড়া

আর কেহ কহ নাইগো

এই অন্তরে তরে তুমি ছাড়া ছাড়া

আর কেহ কেহ নাইগো

কত সুন্দরী কচি যুবতী

তবু তোমার তুলনা নাইগো নাইগো

এই অন্তরে তরে তুমি ছাড়া ছাড়া

আর কেহ কেহ নাইগো

ধন্যবাদ