ঐ আকাশে তারায় তারায়
শিল্পিঃ রাশেদ(ক্লোজ আপ ওয়ান)
ঐ আকাশে তারায় তারায়
চাদের জোসোনায়
ঝিরি ঝিরি কাপন তোলা
উদাসী হাওয়ায়
আমার হৃদয় জূড়েই আছো
স্মৃতির পাতায় পাতায়
স্মৃতির বুকে অশ্রু ঝরে
হৃদয় ভেসে যায়
আমি খুজেছি তোমায় মাগো
আমি খুজেছি তোমায়
আমি খুজেছি তোমায়...... মাগো
আমি খুজেছি তোমায়
HuMaYuN
কত স্বপ্ন ছিল বুকের ভেতর
তোমায় নিয়ে মাগো
সেই স্বপ্নগুলো থমকে আছে
তুমি এসে দেখো
Welcome to SLG group
কত স্বপ্ন ছিল বুকের ভেতর
তোমায় নিয়ে মাগো
সেই স্বপ্নগুলো থমকে আছে
তুমি এসে দেখো
তোমার ছেলের কাটছে সময়
কেমন অসহায়...
আমি খুজেছি তোমায় মাগো
আমি খুজেছি তোমায়
আমি খুজেছি তোমায় মাগো
আমি খুজেছি তোমায়
HuMaYuN
আজ ইচ্ছে করে তোমার কোলে
একটু মাথা রাখি
এই হৃদয়খানি উজার করে
মা বলে ডাকি
Welcome to SLG group
আজ ইচ্ছে করে তোমার কোলে
একটু মাথা রাখি
এই হৃদয়খানি উজার করে
মা বলে ডাকি
কেমন করে নীরব থাকো
কোন সে মমতায়....
আমি খুজেছি তোমায় মাগো
আমি খুজেছি তোমায়....
আমি খুজেছি তোমায় মাগো
আমি খুজেছি তোমায়
ঐ আকাশে তারায় তারায়
চাদের জোসোনায়
ঝিরি ঝিরি কাপন তোলা
উদাসী হাওয়ায়....
আমার হৃদয় জূড়েই আছো
স্মৃতির পাতায় পাতায়
স্মৃতির বুকে অশ্রু ঝরে
হৃদয় ভেসে যায়...
আমি খুজেছি তোমায় মাগো
আমি খুজেছি তোমায়
আমি খুজেছি তোমায় মাগো
আমি খুজেছি তোমায়
আমি খুজেছি তোমায়
আমি খুজেছি তোমায়
আমি খুজেছি তোমায়
আমি খুজেছি তোমায়