menu-iconlogo
logo

Sorbonasha padma nodi | সর্বনাশা পদ্মা নদী

logo
Şarkı Sözleri
ও পদ্মা নদী রে............

.........

সর্বনাশা পদ্মা নদী তোর কাছে শুধাই

বল আমারে তোর কি রে আর

কুল কিনারা নাই, কুল কিনারা নাই

ও নদীর কুল কিনারা নাই।।

সর্বনাশা পদ্মা নদী তোর কাছে শুধাই

বল আমারে তোর কি রে আর

কুল কিনারা নাই, কুল কিনারা নাই

ও নদীর কুল কিনারা নাই।।

..........

পাড়ের আশায় তাড়াতাড়ি

সকাল বেলায় ধরলাম পাড়ি

পাড়ের আশায় তাড়াতাড়ি

সকাল বেলায় ধরলাম পাড়ি

আমার দিন যে গেল সন্ধ্যা হলো

আমার দিন যে গেল সন্ধ্যা হলো

তবু না কুল পাই

কুল কিনারা নাই

ও নদীর কুল কিনারা নাই

..........

পদ্মারে তোর তুফান দেইখা পরান কাঁপে ডরে

ফেইলা আমায় মারিসনা তোর সর্বনাশা ঝড়ে।

Flute Gap

একে আমার ভাঙ্গা তরী

মাল্লা ছয়জন ছল্লা করি

একে আমার ভাঙ্গা তরী

মাল্লা ছয়জন ছল্লা করি

আমার নায়ে দিল কুড়াল মারি

আমার নায়ে দিল কুড়াল মারি

কেমনে পাড়ে যাই

কুল কিনারা নাই...

সর্বনাশা পদ্মা নদী তোর কাছে শুধাই

বল আমারে তোর কি রে আর

কুল কিনারা নাই, কুল কিনারা নাই

ও নদীর কুল কিনারা নাই।।

সর্বনাশা পদ্মা নদী...

Abdul Alim, Sorbonasha padma nodi | সর্বনাশা পদ্মা নদী - Sözleri ve Coverları