menu-iconlogo
huatong
huatong
abdul-jabbar-tumi-ki-dekhecho-kovu-cover-image

Tumi Ki Dekhecho Kovu

Abdul Jabbarhuatong
n6donhuatong
Şarkı Sözleri
Kayıtlar
তুমি কি দেখেছ কভু

জীবনের পরাজয়

দুঃখের দহনে করুণ রোদনে

তিলে তিলে তার ক্ষয়

তিলে তিলে তার ক্ষয়

তুমি কি দেখেছ কভু

জীবনের পরাজয়

দুঃখের দহনে করুণ রোদনে

তিলে তিলে তার ক্ষয়

তিলে তিলে তার ক্ষয়

আমিতো দেখেছি

কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়

শুকনো পাতার মড়মড় বাজে

কত সুর বেদনায়

আমিতো দেখেছি

কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়

শুকনো পাতার মড়মড় বাজে

কত সুর বেদনায়

আকাশে বাতাসে নিস্প্রাণ আশা

হাহাকার হয়ে রয়

দুঃখের দহনে করুণ রোদনে

তিলে তিলে তার ক্ষয়

তিলে তিলে তার ক্ষয়

তুমি কি দেখেছ কভু

জীবনের পরাজয়

দুঃখের দহনে করুণ রোদনে

তিলে তিলে তার ক্ষয়

তিলে তিলে তার ক্ষয়

প্রতিদিন কত খবর আসে যে

কাগজের পাতা ভরে

জীবন পাতার অনেক খবর

রয়ে যায় অগোচরে

প্রতিদিন কত খবর আসে যে

কাগজের পাতা ভরে

জীবন পাতার অনেক খবর

রয়ে যায় অগোচরে

কেউ তো জানেনা প্রানের আকুতি

বারে বারে সে কি চায়

স্বার্থের টানে প্রিয়জন কেন

দূরে সরে চলে যায়?

কেউ তো জানেনা প্রানের আকুতি

বারে বারে সে কি চায়

স্বার্থের টানে প্রিয়জন কেন

দূরে সরে চলে যায়?

ধরনীর বুকে পাশা পাশি তবু

কেউ বুঝি কারো নয়

দুঃখের দহনে করুণ রোদনে

তিলে তিলে তার ক্ষয়

তিলে তিলে তার ক্ষয়

তুমি কি দেখেছ কভু

জীবনের পরাজয়

দুঃখের দহনে করুণ রোদনে

তিলে তিলে তার ক্ষয়

তিলে তিলে তার ক্ষয়

তুমি কি দেখেছ কভু

Abdul Jabbar'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin