menu-iconlogo
logo

Akul Doriya(আমায় ভাসাইলি রে)-Aditi Chakraborty | Bengali Folk

logo
avatar
Aditi Chakrabortylogo
Badal♫🅁🄱🄵🦋logo
Uygulamada Söyle
Şarkı Sözleri
দিলদরিয়ায় তুফান মাঝি এলোমেলো করে ঘর

দেখ তবে দেখ ভবনদীর মাঝে এ সাগর

দিলদরিয়ায় তুফান মাঝি এলোমেলো করে ঘর

দেখ তবে দেখ ভবনদীর মাঝে এ সাগর

ও মাঝি ওরে মাঝি কোথায় গেলে পাবি চর

দেখ তবে দেখ ভবনদীর মাঝে এ সাগর

কৃষ্ণপ্রেমে পরাণ জ্বালায় রাধাপ্রেমে ভাঙে ঘর

দেখ তবে দেখ ভবনদীর মাঝে এ সাগর

আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে

অকুল দরিয়ায় বুঝি কুল নাইরে

আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে

অকুল দরিয়ায় বুঝি কুল নাইরে।

Interlude

ভবের তটে কেমনে তোরে ঘর বানাইয়া বাঁইধ্যা রাখি

জলের টানে মাঝিরে তুই দিবি জানি আবার ফাঁকি

ও ভবের তটে কেমনে তোরে ঘর বানাইয়া বাঁইধ্যা রাখি

জলের টানে মাঝিরে তুই দিবি জানি আবার ফাঁকি

দরিয়া মাঝে ঝড় উঠলে

যেমন নৌকো তোর বেসামাল

পরাণমাঝে তোর লাইগ্যা তেমন করে উথাল-পাথাল

কুল নাই কিনার নাই, নাই কো দরিয়ায় পারি....

কুল নাই কিনার নাই, নাই কো দরিয়ায় পারি

সাবধানে চালাইও মাঝি আমার ভাঙ্গা তরি রে

অকুল দরিয়ায় বুঝি কুল নাইরে

আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে

অকুল দরিয়ায় বুঝি কুল নাইরে

আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে

অকুল দরিয়ায় বুঝি কুল নাইরে।

Thanks

Badal

Aditi Chakraborty, Akul Doriya(আমায় ভাসাইলি রে)-Aditi Chakraborty | Bengali Folk - Sözleri ve Coverları