menu-iconlogo
huatong
huatong
avatar

Doshta Amar Chokher Bondhu

Adnan Kabirhuatong
nmasottihuatong
Şarkı Sözleri
Kayıtlar
দোষটা আমার চোখের বন্ধু

ভুলটা আমার মনের

চিনতে আমার হলো দেরি

তুমি পাখি বনের ।।

দোষটা আমার চোখের বন্ধু

ভুলটা আমার মনের

চিনতে আমার হলো দেরি

তুমি পাখি বনের ।।

সাদা রঙের পাখি তুমি কালো তোমার মন

ভিতর বাহির মিলে না রে তুমি দুই রকম ।।

সাদা রঙের পাখি তুমি কালো তোমার মন

ভিতর বাহির মিলে না রে তুমি দুই রকম ।।

শখের জিনিস অনেক মায়ার

মায়ার জিনিস দামি

তোমায় এমন আগলে রাখি

মন পিঞ্জরে আমি ।।

শখের জিনিস অনেক মায়ার

মায়ার জিনিস দামি

তোমায় এমন আগলে রাখি

মন পিঞ্জরে আমি ।।

সেই আমিরে দিলে তুমি কষ্টের এক জীবন।।

সেই আমিরে দিলে তুমি কষ্টের এক জীবন।।

সাদা রঙের পাখি তুমি কালো তোমার মন

ভিতর বাহির মিলে না রে তুমি দুই রকম ।।

সাদা রঙের পাখি তুমি কালো তোমার মন

ভিতর বাহির মিলে না রে তুমি দুই রকম ।।

ফুলের চেয়ে গন্ধ বেশি

হৃদয় পোড়া ঘ্রানে

আমার বুকে আগুন জ্বলে

মানুষে তা জানে ।।

ফুলের চেয়ে গন্ধ বেশি

হৃদয় পোড়া ঘ্রানে

আমার বুকে আগুন জ্বলে

মানুষে তা জানে ।।

উড়ে গেলে উড়াল পাখি হলে না আপন।।

উড়ে গেলে উড়াল পাখি হলে না আপন।।

সাদা রঙের পাখি তুমি কালো তোমার মন

ভিতর বাহির মিলে না রে তুমি দুই রকম ।।

সাদা রঙের পাখি তুমি কালো তোমার মন

ভিতর বাহির মিলে না রে তুমি দুই রকম ।।

ভিতর বাহির মিলে না রে তুমি দুই রকম ।।

Adnan Kabir'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin