menu-iconlogo
logo

আমার মাটিরও পিঞ্জিরায় সোনার

logo
Şarkı Sözleri
আমার মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে

তোমারে পুষিলাম কত আদরে

আমার মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে

তোমারে পুষিলাম কত আদরে

তুমি আমার আমি তোমার এই আশা করে

তুমি আমার আমি তোমার এই আশা করে

তোমারে পুষিলাম কত আদরে ,

মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে

তোমারে পুষিলাম কত আদরে

কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি

কেন পিঞ্জিরার সনে তোমার পিরিতি ,

কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি

কেন পিঞ্জিরার সনে তোমার পিরিতি ,

আসা যাওয়া দিবা রাতি ঘরে বাহিরে ,

আসা যাওয়া দিবা রাতি ঘরে বাহিরে ,

তোমারে পুষিলাম কত আদরে

মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে

তোমারে পুষিলাম কত আদরে

তোমার ভাবনায় আমি ভাবি নিশিদিন ,

দিনে দিনে পিঞ্জিরা মোর হইলো মলিন ,

তোমার ভাবনায় আমি ভাবি নিশিদিন ,

দিনে দিনে পিঞ্জিরা মোর হইলো মলিন ,

পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে

পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে

তোমারে পুষিলাম কত আদরে

আমার মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে ,

তোমারে পুষিলাম কত আদরে

আব্দুল করিম বলে ময়না তোমারে বলি ,

তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি ,

আব্দুল করিম বলে ময়না তোমারে বলি ,

তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি ,

কে শোনাবে মধুর বুলি বল আমারে ,

কে শোনাবে মধুর বুলি বল আমারে ,

তোমারে পুষিলাম কত আদরে ,

আমার মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে ,

তোমারে পুষিলাম কত আদরে

তুমি আমার আমি তোমার এই আশা করে

তুমি আমার আমি তোমার এই আশা করে

তোমারে পুষিলাম কত আদরে ,

আমার মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে

তোমারে পুষিলাম কত আদরে

Akash Mahmud, আমার মাটিরও পিঞ্জিরায় সোনার - Sözleri ve Coverları