menu-iconlogo
huatong
huatong
avatar

Tui Amar Mon তুই আমার মন

Akassh Sen/Konahuatong
mollysanchez1159huatong
Şarkı Sözleri
Kayıtlar
যত তোরে দেখি আমি ভরে না এই মন..

কি যে করি বুঝি না রে কেন হয় এমন

কেন হয় এমন

কেন হয় এমন

যত তোরে দেখি আমি ভরে না এই মন..

কি যে করি বুঝি না রে কেন হয় এমন

ভালোবাসা দিবি কবে তোর পিরিতে পরান যাবে

বুঝি না রে কি হবে এখন..

তুই আমার জীবন

তুই আমার আপন

তুই আমার মন রে বন্ধু তুই আমার মন

তুই আমার জীবন

তুই আমার আপন

তুই আমার মন রে বন্ধু তুই আমার মন

আমি তোর মনের অল্প একটু জায়গা কিনেছি..

আমার মনের নীল আকাশে তোকে রেখেছি

ও আমি তোর মনের অল্প একটু জায়গা কিনেছি..

আমার মনের নীল আকাশে তোকে রেখেছি

ভালোবাসা দিবি কবে তোর পিরিতে পরান যাবে

জানি না রে কি হবে এখন...

তুই আমার জীবন

তুই আমার আপন

তুই আমার মন রে বন্ধু তুই আমার মন

তুই আমার জীবন

তুই আমার আপন

তুই আমার মন রে বন্ধু তুই আমার মন

আমি আমার চোখের মনি করে তোকে রেখেছি

স্বপ্ন নয় সত্যি করে ভালোবেসেছি

ও আমি আমার চোখের মনি করে তোকে রেখেছি

স্বপ্ন নয় সত্যি করে ভালোবেসেছি

ভালোবাসা দিবি কবে তোর পিরিতে পরান যাবে

বুঝি না রে কি হবে এখন..

তুই আমার জীবন

তুই আমার আপন

তুই আমার মন রে বন্ধু তুই আমার মন

তুই আমার জীবন

তুই আমার আপন

তুই আমার মন রে বন্ধু তুই আমার মন..

Akassh Sen/Kona'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin