শিরোনামঃ প্রতিদিন তোমাকে আমি চাই
শিল্পী - খালিদ হাসান ও ডলি সায়ন্তনি
====আপলোড বাই ====
==Aktar_VAF_Family==
=চয়েজ বাই_সাইফুল_B.A.F=
=ভালোবাসা অবিরাম ফ্যামিলি=
=======Ready=======
মেয়েঃ প্রতিদিন তোমাকে আমি চাই
প্রতিদিন তোমাকে যেনো পাই
একদিন যদি, দেখা না করো
মনে হয় আমি মরে যাই...
মনে হয় আমি মরে যাই..
ছেলেঃ প্রতিদিন তোমাকে আমি চাই
প্রতিদিন তোমাকে যেনো পাই
একদিন যদি, দেখা না করো
মনে হয় আমি মরে যাই..
মনে হয় আমি মরে যাই..
====মিউজিক====
====আপলোড বাই ====
==Aktar_VAF_Family==
=চয়েজ বাই_সাইফুল_B.A.F=
=ভালোবাসা অবিরাম ফ্যামিলি=
=======Ready=======
মেয়েঃ তুমি কি জানো, আমি তোমাকে
কত যে গভীর ভালোবাসি.. ভালোবাসি?
ছেলেঃ তাই তো সখী, তোমার কাছে
বারেবারে আমি ফিরে আসি.. ফিরে আসি
মেয়েঃ তুমি কি জানো, আমি তোমাকে
কত যে গভীর ভালোবাসি.. ভালোবাসি?
ছেলেঃ তাই তো সখী, তোমার কাছে
বারেবারে আমি ফিরে আসি.. ফিরে আসি
মেয়েঃ আমাকে মনে দাও তুমি ঠাঁই..
তুমি ছাড়া আমার কিছু নাই
ছেলেঃএকদিন যদি দেখা না করো
মনে হয় আমি মরে যাই..
মনে হয় আমি মরে যাই..
মেয়েঃ প্রতিদিন তোমাকে আমি চাই
প্রতিদিন তোমাকে যেনো পাই
ছেলেঃ একদিন যদি দেখা না করো
মনে হয় আমি মরে যাই...
মনে হয় আমি মরে যাই..
====মিউজিক====
====আপলোড বাই ====
==Aktar_VAF_Family==
=চয়েজ বাই_সাইফুল_B.A.F=
=ভালোবাসা অবিরাম ফ্যামিলি=
=======Ready=======
ছেলেঃ কে যে কখন, প্রেমে পড়ে
সে কথা কেউ তো জানে না.. তা জানে না
মেয়েঃ তোমার মাঝে, পেয়েছি খুঁজে
আমার সুখেরী ঠিকানা.. সে ঠিকানা
ছেলেঃ কে যে কখন, প্রেমে পড়ে
সে কথা কেউ তো জানে না.. তা জানে না
মেয়েঃ তোমার মাঝে, পেয়েছি খুঁজে
আমার সুখেরী ঠিকানা.. সে ঠিকানা
ছেলেঃ তোমার চোখে যখনই তাকাই..
তখনই যে দিশা হারাই..
মেয়েঃ একদিন যদি দেখা না করো
মনে হয় আমি মরে যাই..
মনে হয় আমি মরে যাই..
প্রতিদিন তোমাকে আমি চাই
প্রতিদিন তোমাকে যেনো পাই
একদিন যদি দেখা না করো
মনে হয় আমি মরে যাই...
মনে হয় আমি মরে যাই..
ছেলেঃ প্রতিদিন তোমাকে আমি চাই
প্রতিদিন তোমাকে যেনো পাই
একদিন যদি দেখা না করো
মনে হয় আমি মরে যাই...
মনে হয় আমি মরে যাই..
==Aktar_VAF_Fanily==