menu-iconlogo
huatong
huatong
avatar

পিয়ারে পিয়ারে কাঁদে এই হিয়ারে Piya Re Piya Re

AlAminhuatong
surfguru1huatong
Şarkı Sözleri
Kayıtlar
গানঃ পিয়ারে পিয়ারে

চয়েজ বাই *প্রকাশ*

আপলোড বাই *আল-আমিন*

পিয়ারে পিয়ারে

কাঁদে এই হিয়ারে

পিয়ারে পিয়ারে

কাঁদে এই হিয়ারে

ভালোবাসা কেনো এতো অসহায়

বুকে প্রেম মনে আশা নিভে যায়

ভালোবাসা কেনো এতো অসহায়

বুকে প্রেম মনে আশা নিভে যায়

এই পথে আজ আছি একই সাথে

কাল যদি মাঝপথে দূরে যেতে হয়

পিয়ারে, পিয়ারে, পিয়ারে,

কাঁদে মন কাঁদে এই হিয়ারে

পিয়ারে পিয়ারে

কাঁদে এই হিয়ারে

চয়েজ বাই *প্রকাশ*

ভালোবাসা নয় কোনো অপরাধ

তবু কেনো, নিরাশায় কাটে রাত

ভালোবাসা নয় কোনো অপরাধ

তবু কেনো নিরাশায় কাটে রাত

দিলো ব্যাথা, আঁধারের নিরবতা

মনে জাগে আকুলতা মেঘে ঢাকে চাঁদ

পিয়ারে, পিয়ারে, পিয়ারে,

কাঁদে মন কাঁদে এই্ হিয়ারে

পিয়ারে পিয়ারে

কাঁদে এই হিয়ারে

পিয়ারে পিয়ারে

কাঁদে এই হিয়ারে

চয়েজ বাই *প্রকাশ*

আপলোড বাই *আল-আমিন*

ভালোবাসা মিছে নয় অভিনয়

কাল যদি, তবু ভুল মনে হয়

ভালোবাসা মিছে নয় অভিনয়

কাল যদি তবু ভুল মনে হয়

ঘর ছেড়ে, চলে এসে এতোদূরে

প্রেম যেনো খুঁজে ফেরে তার পরিচয়

পিয়ারে, পিয়ারে, পিয়ারে,

কাঁদে মন কাঁদে এই হিয়ারে

পিয়ারে পিয়ারে

কাঁদে এই হিয়ারে

পিয়ারে পিয়ারে

কাঁদে এই হিয়ারে

AlAmin'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin