menu-iconlogo
huatong
huatong
avatar

প্রেমের মানুষ ঘুমাইলে Premer manush ghumaile

aleya begumhuatong
shortstuff5656huatong
Şarkı Sözleri
Kayıtlar
ভালো মন্দের ধার ধারেনা

যা বলার বলুক লোকে...

ভালো মন্দের ধার ধরেনা

যা বলে বলুক লোকে

প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে

প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে

প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে।

প্রেম আগুন যার হৃদয়ে ভরা...

অন্যে কি বুঝিবে তাহা সে জনও ছাড়া

প্রেম আগুন যার হৃদয়ে ভরা...

অন্যে কি বুঝিবে তাহা সে জনও ছাড়া

সে জানে তার কেমন করে

সে জানে তার কেমন করে

কি জ্বালা পোড়া বুকে

প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে

ভালো মন্দের ধার ধরেনা

যা বলার বলুক লোকে

প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে

প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে

প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে।

বন্ধের লাগি থাকে উদাসীন....

পন্থ পানে চাইয়া থাকে কিবা নিশিদিন

বন্ধের লাগি থাকে উদাসীন....

পন্থ পানে চাইয়া থাকে কিবা নিশিদিন

সোনার অঙ্গ হইছে মলিন

আরে সোনার অঙ্গ হইছে মলিন

প্রাণ বন্ধুয়ার শোকে

প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে

প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে

প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে।

প্রেমিকের, এক পলকে, কোটি বছর যায়...

এর চেয়ে মরণ ভালো থাকা প্রতীক্ষায়

প্রেমিকের, এক পলকে, কোটি বছর যায়...

এর চেয়ে মরণ ভালো থাকা প্রতীক্ষায়

পল্লী বাউল জবানে গায়...

আরে পল্লী বাউল জবানে গায়

তার খবর কে রাখে

প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে

প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে

প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে

ভালো মন্দের ধার ধারেনা

যা বলার বলুক লোকে

ভালো মন্দের ধার ধরেনা

যা বলার বলুক লোকে

প্রেমের মানুষ, প্রেমের মানুষ

প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে

প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে

প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে

প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে

প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে

প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে..।

aleya begum'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin