menu-iconlogo
huatong
huatong
alka-khushir-onek-ronge-je-hasi-thake-nato-cover-image

Khushir Onek Ronge Je Hasi Thake Nato

alkahuatong
🖤▂▂ALI▂▂🖤huatong
Şarkı Sözleri
Kayıtlar
-Family SMW 1359946->

--Room id 1840022-->

___ALI___

লা লা লা লা...

লা লা লা লা লা লা

আা হা আ হা হা হা

লা লা লা লা লা লা..

আা হা হা...

___ALI___

খুশির অনেক রঙে যে হাসি থাকে না তো

~~~~~~~~~

দিনরাত সাথে বাঁধা তবু সাথে চলে না তো

~~~~~~~~~

অশ্রু সুখের দুঃখের যাই হোক সে শুধু জল তো

অশ্রু সুখের দুঃখের যাই হোক সে শুধু জল তো

চোখের জলের কোনো আর নাম হয় না তো

ও..খুশির অনেক রঙে যে হাসি থাকে না তো

দিনরাত সাথে বাঁধা তবু সাথে চলে না তো~~

-Family SMW 1359946->

--Room id 1840022-->

___ALI___

সব কথা সেই একই পরিণাম এক নয় তো

সময়ের দেওয়া দাগ যে সারাজীবন রয় তো~~

~~~~

নিজের পরিচয় যে নিজেই ভুলে যায় সে

নিজের পরিচয় যে নিজেই ভুলে যায় সে

সবই আছে তার তো শুধু প্রাণ নেই তো

ও..খুশির অনেক রঙে যে হাসি থাকে না তো

দিনরাত সাথে বাঁধা তবু সাথে চলে না তো~~

-Family SMW 1359946->

--Room id 1840022-->

___ALI___

লা লা লা লা লা লা লা লা

আ হা.. আ হা হা..

লা লা লা লা লা..

আা হা হা..

কখনো হয় এমন চেহারায় মিলে থাকে

ঘোমটায় ঢাকা সেই মুখ মালা সে ফুলে গাঁথা

~~~~~~

আপন কেউ নয় কো তবু এ পর নয় তো

আপন কেউ নয় কো তবু এ পর নয় তো

মনের দ্বার খুলে তাকে ডাকা যাবে না তো

ও..খুশির অনেক রঙে যে হাসি থাকে না তো

দিনরাত সাথে বাঁধা তবু সাথে চলে না তো

-Family SMW 1359946->

--Room id 1840022-->

___ALI___

কি চায় যে এ মন ভীড়েতেও একেলা…

~~~~

তাকেই যে ঘিরে থাকে স্মৃতিরও এক মেলা

~~

পৃথিবী হারিয়ে যায় যে মন ঢাকে নিরাশাতে

পৃথিবী হারিয়ে যায় যে মন ঢাকে নিরাশাতে

মনের জলসা ঘরে বাতি যে নেভে নাতো

~~~~~~~

অশ্রু সুখের দুঃখের যাই হোক সে শুধু জল তো

অশ্রু সুখের দুঃখের যাই হোক সে শুধু জল তো

চোখের জলের কোনো আর নাম হয় না তো

~~~~~~

ও..খুশির অনেক রঙে যে হাসি থাকে না তো

দিনরাত সাথে বাঁধা তবু সাথে চলে না তো

___ALI___

alka'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin