menu-iconlogo
huatong
huatong
Şarkı Sözleri
Kayıtlar
সাগরিকা

সাগরিকা

সাগরিকা

সাগরিকা

আমি সাগর তীরে বসে, শুধু দেখেছি

তোমার আঁখি

তবু মনে হয় নেই যে আমার

সাগরকে দ্যাখা বাকি

আমি দেখেছি তোমার আঁখি

আমি দেখেছি তোমার আঁখি

সাগরিকা

সাগরিকা

সাগরিকা

সাগরিকা

আমি ঝাউবনে বসে দেখিনি

হাওয়ায়

দুলতে গাছের পাতা

শুধু দেখেছি আবেগে

কেঁপে কেঁপে উঠা

তোমার চোখের পাতা

আমি ঝাউবনে বসে দেখিনি

হাওয়ায়

দুলতে গাছের পাতা

শুধু দেখেছি আবেগে

কেঁপে কেঁপে উঠা

তোমার চোখের পাতা

এই প্রেমের স্বপ্নে

সবুজ পেয়েছি

সেই রঙে ছবি আঁকি

আমি দেখেছি তোমার আঁখি

আমি দেখেছি তোমার আঁখি

সাগরিকা

সাগরিকা

সাগরিকা

সাগরিকা

আ্য উু... হেহে উুহু...

হেহি... হি হি হি হিহি

আমি মনের আকাশে নীল

খুঁজে যায়

আকাশের নীল ফেলে

তাই তোমাকে আমার

কাছাকাছি পায়

প্রনয়ের পাখা মেলে

আমি মনের আকাশে নীল

খুঁজে যায়

আকাশের নীল ফেলে

তাই তোমাকে আমার

কাছাকাছি পায়

প্রনয়ের পাখা মেলে

ওই চোখের মণিতে মুক্তা

পেয়েছি

জানতে পেরেছ তাকি

আমি দেখেছি তোমার আঁখি

আমি দেখেছি তোমার আঁখি

সাগরিকা

সাগরিকা

সাগরিকা

সাগরিকা

সাগরিকা

সাগরিকা

সাগরিকা

সাগরিকা

হুহু উুহু

হেহে এহে

হুহু উুহু

উুহু ওহ্ ওহ্

Amit Kumar/Debojit Saha'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin