menu-iconlogo
huatong
huatong
avatar

বৃষ্টিতে তোর চোখের কাজল

Andrew Kishore/atifahmedniloy/Aaysha Eira/Raqibul Hasan RaNahuatong
silvnascihuatong
Şarkı Sözleri
Kayıtlar
বৃষ্টিতে তোর চোখের কাজল

মনে হয় কেউ যেন ভালোবেসে যাচ্ছে আমায়

বৃষ্টিতে তোর চোখের কাজল

মনে হয় কেউ যেন ভালোবেসে যাচ্ছে আমায়

স্নিগ্ধতার এই দিনে

নিয়ে চল আমাকেও তোর সাথে, আমি যে ভীষণ একলা

আয় এ গানে, ফুলের গন্ধে তোমার আসে না ঘুম আমার

আমি তো তোকেই চাইছি বারে বার, তুই কোথায়?

আয় এ গানে, ফুলের গন্ধে তোমার আসে না ঘুম আমার

আমি তো তোকেই চাইছি বারে বার, তুই কোথায়?

তোমার এ নির্ঘুম চোখের পাতা আমার মন ছুঁয়ে যায়

তোমার এ নীলচে চোখের ভাষায় কে যেন ভালোবেসে যায়

তোমার এ নির্ঘুম চোখের পাতা আমার মন ছুঁয়ে যায়

তোমার এ নীলচে চোখের ভাষায় কে যেন ভালোবেসে যায়

বৃষ্টিতে তোর চোখের কাজল

মনে হয় কেউ যেন ভালোবেসে যাচ্ছে আমায়

স্নিগ্ধতার এই দিনে

নিয়ে চল আমাকেও তোর সাথে, আমি যে ভীষণ একলা

আয় এ গানে, ফুলের গন্ধে তোমার আসে না ঘুম আমার

আমি তো তোকেই চাইছি বারে বার, তুই কোথায়?

আয় এ গানে, ফুলের গন্ধে তোমার আসে না ঘুম আমার

আমি তো তোকেই চাইছি বারে বার, তুই কোথায়?

এসো না মেঘলা বিকেলবেলা, নির্ঘুম রাতের হাওয়ায়

মিশে জোনাকীর ডানায়, নিস্তব্ধ উষ্ণতায়

এসো না মেঘলা বিকেলবেলা, নির্ঘুম রাতের হাওয়ায়

মিশে জোনাকীর ডানায়, নিস্তব্ধ উষ্ণতায়

বৃষ্টিতে তোর চোখের কাজল

মনে হয় কেউ যেন ভালোবেসে যাচ্ছে আমায়

স্নিগ্ধতার এই দিনে

নিয়ে চল আমাকেও তোর সাথে, আমি যে ভীষণ একলা

আয় এ গানে, ফুলের গন্ধে তোমার আসে না ঘুম আমার

আমি তো তোকেই চাইছি বারে বার, তুই কোথায়?

আয় এ গানে, ফুলের গন্ধে তোমার আসে না ঘুম আমার

আমি তো তোকেই চাইছি বারে বার, তুই কোথায়?

Andrew Kishore/atifahmedniloy/Aaysha Eira/Raqibul Hasan RaNa'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin

Andrew Kishore/atifahmedniloy/Aaysha Eira/Raqibul Hasan RaNa, বৃষ্টিতে তোর চোখের কাজল - Sözleri ve Coverları