menu-iconlogo
huatong
huatong
avatar

আজ বড় সুখে দুটি চোখে

Andrew Kishore/Kanak Chapahuatong
simpsonb21huatong
Şarkı Sözleri
Kayıtlar
আজ বড় সুখে দুটি চোখে জল এসে যায়

আজ বড় সুখে দুটি চোখে জল এসে যায়

শত জনমের সাধনা আমার

মরনেও যেন না হারায়

আজ বড় সুখে দুটি চোখে জল এসে যায়

আজ বড় সুখে দুটি চোখে জল এসে যায়

F ভালবেসে কাছে এসে এ কেমন সুখ

শিহরণে ক্ষণে ক্ষনে কেঁপে উঠে বুক

ভালবেসে কাছে এসে এ কেমন সুখ

শিহরণে ক্ষণে ক্ষনে কেঁপে উঠে বুক

আমাকে তুমি রেখ চিরদিন

তোমার ঐ চোখেরই তারাই

আজ বড় সুখে দুটি চোখে জল এসে যায়

আজ বড় সুখে দুটি চোখে জল এসে যায়

গানে গানে কানে কানে বল বারে বার

ফুরাবেনা হারাবেনা ভালবাসা আর

গানে গানে কানে কানে বল বারে বার

ফুরাবেনা হারাবেনা ভালবাসা আর

নিজেকে আমি খোঁজে পেতে চাই

চিরদিন তোমারই ছায়ায়

আজ বড় সুখে দুটি চোখে জল এসে যায়

আজ বড় সুখে দুটি চোখে জল এসে যায়

শত জনমের সাধনা আমার

মরনেও যেন না হারায়

আজ বড় সুখে দুটি চোখে জল এসে যায়

আজ বড় সুখে দুটি চোখে জল এসে যায়

দেখা হবে আবার নতুন কোন গানে

ধন্যবাদ

Andrew Kishore/Kanak Chapa'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin