menu-iconlogo
logo

তোমাকে চাই শুধু

logo
Şarkı Sözleri
তোমাকে চাই শুধু তোমাকে চাই

আর কিছু জীবনে পাইবা না পাই

তোমাকে চাই শুধু তোমাকে চাই

আর কিছু জীবনে পাইবা না পাই

আর কিছু জীবনে পাইবা না পাই

বাদন হারা মনটা আমার

শাষন বারোন মানে না

তোমারি প্রেমে পাগল পরান

আর কিছুতু জানে না

চোখের স্বপ্ন তুমি, বুকের কাফন তুমি

কত আপন তুমি, জানা নাই, নাই

তোমাকে চাই শুধু তোমাকে চাই

আর কিছু জীবনে পাইবা না পাই

তোমাকে চাই শুধু তোমাকে চাই

আর কিছু জীবনে পাইবা না পাই

আর কিছু জীবনে পাইবা না পাই

সারাটি জীবন ছায়ার মতন

আমারি পাসে থাকোনা

বুকের ঘরে জতন করে

আমাকে তুমি রাখো না

আমার জীবন তুমি, আমার মরন তুমি

কত আপন তুমি জানা নাই, নাই

তোমাকে চাই শুধু তোমাকে চাই

আর কিছু জীবনে পাইবা না পাই

তোমাকে চাই শুধু তোমাকে চাই

আর কিছু জীবনে পাইবা না পাই

আর কিছু জীবনে পাইবা না পাই

Andrew Kishore/Kanak Chapa, তোমাকে চাই শুধু - Sözleri ve Coverları