menu-iconlogo
huatong
huatong
andrew-kishoresabina-yasmin-eto-bhalobasha-cover-image

Eto Bhalobasha

Andrew Kishore/Sabina Yasminhuatong
я_не_Алиса_huatong
Şarkı Sözleri
Kayıtlar
ছে-এতো ভালোবাসা

তুমি দাও গো আমায়

এতো ভালোবাসা

তুমি দাও গো আমায়

জনমে জনমে জেনো

কভু না ফুড়ায়

জনমে কনমে জেনো

কভু না ফুড়ায়

‍ মে-আরো কাছে টেনে

তুমি নাও গো আমায়

হৃদয়ে হৃদয়ে জেনো

বাঁধা হয়ে যায়

হৃদয়ে হৃদয়ে জেনো

বাঁধা হয়ে যায়

‍ মে-এতোদিন আমি শুধু আমারি ছিলাম আজ থেকে চিরতরে তোমারি হলাম

ছে-এতো সুখ কত যুগ পরে যে পেলাম প্রাণ দিয়ে প্রানটিতে জড়িয়ে গেলাম

‍ মে-এই রাআআআআত

ছে-ঐ চাঁআআআআদ

‍ ছে-মে- ডাকে দুজনায়,,,,

ছে- এতো ভালোবাসা তুমি দাও গো আমায়

জনমে জনমে জেনো কভু না ফুড়ায় জনমে জনমে জেনো কভু না ফুড়ায়

ছে-মিলনের মধুখন এলো যে এখন এক হয়ে যাক মিশে এদুটি জীবন

‍ মে-সোহাগের আঁচলে জড়াবো তোমায় অনুরাগে রাঙ্গা হবো তোমারি ছোঁয়ায়

ছে-এই ম,,,,,,,ন

‍ মে-এই প্রা,,,,,,ন

‍ ছে-মে- ডাকে ইশারায়,,,

‍ মে-এতো ভালোবাসা তুমি দাও গো আমায় জনমে জনমে জেনো কভু না ফুঁড়ায় জনমে জনমে জেনো কভু না ফুঁড়ায়

‍ ছে-মে-এতো ভালোবাসা তুমি দাও গো আমায় জনমে জনমে জেনো কভু না ফুঁড়ায় জনমে জনমে জেনো কভু না ফুঁড়ায়।

Andrew Kishore/Sabina Yasmin'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin