menu-iconlogo
huatong
huatong
andrew-kishore-gan-ami-geye-jabo-cover-image

গান আমি গেয়ে যাবো Gan Ami Geye Jabo

Andrew Kishorehuatong
jmemame4huatong
Şarkı Sözleri
Kayıtlar

গান আমি গেয়ে যাবো এই আসরে

তোমাদের মন আমি নেবোই কেরে

গান আমি গেয়ে যাবো এই আসরে

তোমাদের মন আমি নেবোই কেরে

ক্ষতি নাই পড়ে থাকি যদি

অনাদারে অনাদারে অনাদারে

ক্ষতি নাই পড়ে থাকি যদি অনাদারে

গান আমি গেয়ে যাবো এই আসরে

তোমাদের মন আমি নেবোই কেরে

আমার এ গান নাই হোক কারো সাথে তুল্য

আমার গানে নাই থাক এতটুকু মূল্য

আমার এ গান নাই হোক কারো সাথে তুল্য

আমার গানে নাই থাক এতটুকু মূল্য

শুধু মনে রেখ

শুধু মনে রেখ

ভালোবাসা দিয়ে রচনা করেছি তারে

ক্ষতি নাই পড়ে থাকি যদি অনাদারে

গান আমি গেয়ে যাবো এই আসরে

তোমাদের মন আমি নেবোই কেরে

আমার এ গান কেঁদে কেঁদে হোক বিদ্ব

আমার এ গান অশ্রু জ্বলে হোক সিক্ত

আমার এ গান কেঁদে কেঁদে হোক বিদ্ব

আমার এ গান অশ্রু জ্বলে হোক সিক্ত

দিয়ে যাবো

তবু দিয়ে যাবো

যত সুর আছে সব টুকু উজাড় করে

ক্ষতি নাই পড়ে থাকি যদি অনাদারে

গান আমি গেয়ে যাবো এই আসরে

তোমাদের মন আমি নেবোই কেরে

ক্ষতি নাই পড়ে থাকি যদি

অনাদারে অনাদারে অনাদারে

Andrew Kishore'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin