menu-iconlogo
huatong
huatong
andrew-kishore-tumi-bondhu-amar-cover-image

তুমি বন্ধু আমার Tumi Bondhu Amar

Andrew Kishorehuatong
robinpeddlehuatong
Şarkı Sözleri
Kayıtlar
তুমি বন্ধু আমার চির সুখে থাকো

আমি একা সুখে দুখে হেসে যাবো

বকুলের মতো ঝড়িয়া মরনা

তুমি বন্ধু আমার চির সুখে থাকো

আমি প্রেমের ও বাগিছার মালী হয়ে

মালা গেতে ছিলাম তারে পড়াবো বলে

সেই মালা খানি হাতে রয়ে গেলো

তুমি বন্ধু আমার চির সুখে থাকো

কাগজের ফুলে কবু ভ্রমর আসেনা

মরা গাছে কখনো ফুল ফোটেনা

কাগজের ফুলে কবু ভ্রমর আসেনা

মরা গাছে কখনো ফুল ফোটেনা

কলমের কালি যদি ফুরিয়ে যায়

জীবনের খাতা শূন্য থেকে যায়

আমি লিখবো কোথায়

তুমি বন্ধু আমার চির সুখে থাকো

আমি একা সুখে দুখে হেসে যাবো

বকুলের মতো ঝড়িয়া মরনা

তুমি বন্ধু আমার চির সুখে থাকো

ভালোবাসা যদি হয় মিছে ভরসা

আশা নিয়ে থাকা হল শুধু দুরাশা

ভালোবাসা যদি হয় মিছে ভরসা

আশা নিয়ে থাকা হল শুধু দুরাশা

জীবনের মায়া ছেরে যদি চলে যায়

প্রেমের সমাধী গরে দিয় বলে যায়

আমি শুধু বলে যাই

তুমি বন্ধু আমার চির সুখে থাকো

আমি একা সুখে দুখে হেসে যাবো

বকুলের মতো ঝড়িয়া মরনা

তুমি বন্ধু আমার চির সুখে থাকো

আমি প্রেমের ও বাগিছার মালী হয়ে

মালা গেতে ছিলাম তারে পড়াবো বলে

সেই মালা খানি হাতে রয়ে গেলো

তুমি বন্ধু আমার চির সুখে থাকো

Andrew Kishore'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin