menu-iconlogo
huatong
huatong
andrew-kishore-amar-sara-deho-kheogo-mati-cover-image

Amar Sara Deho Kheogo Mati

Andrew Kishorehuatong
simpisimpihuatong
Şarkı Sözleri
Kayıtlar
আমার সারাদেহ খেয়ো গো মাটি

ওওওওওওও

এই চোখ দুটি মাটি খেয়ো না

আমি মরে গেলেও তারে দেখার সাধ

মিটবে না গো মিটবে না

তারে এক জনমে ভালোবেসে

ভরবে না মন ভরবে না

আমার সারাদেহ খেয়ো গো মাটি

ওওওওওওও

ওরে… ইচ্ছে করে বুকের ভিতর

লুকিয়ে রাখি তারে

ওরে… ইচ্ছে করে বুকের ভিতর

লুকিয়ে রাখি তারে

যেন না পারে সে যেতে

আমায় কোনদিনও ছেড়ে

আমি এই জগতে তারে ছাড়া

থাকবো নারে থাকবো না

তারে এক জনমে ভালোবেসে

ভরবে না মন ভরবে না

আমার সারাদেহ খেয়ো গো মাটি

ওওওওওওও

ওরে… এই না ভুবন ছাড়তে হবে

দুইদিন আগে পরে

......

ওরে… এই না ভুবন ছাড়তে হবে

দুইদিন আগে পরে

বিধি, একই সঙ্গে রেখো মোদের

একই মাটির ঘরে

আমি এই না ঘরে থাকতে একা

পারবো নারে পারবো না

তারে এক জনমে ভালোবেসে

ভরবে না মন ভরবে না

আমার সারাদেহ খেয়ো গো মাটি

ওওওওওওও

এই চোখ দুটি মাটি খেয়ো না

আমি মরে গেলেও তারে দেখার সাধ

মিটবে না গো মিটবে না

তারে এক জনমে ভালোবেসে

ভরবে না মন ভরবে না

আমার সারাদেহ খেয়ো গো মাটি

ওওওওওওও

Andrew Kishore'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin