menu-iconlogo
huatong
huatong
avatar

Ki Jadu Korecho Bolona

Androkishorhuatong
rteqwrhuatong
Şarkı Sözleri
Kayıtlar

কি জাদু করেছো বলোনা

ঘরে আর থাকা যে হলোনা (২)

বুজিনি কখন আমি হয়েছি তোমার

আজ দেখি তুমি ছারা নেই কিছু আর ।

কি জাদু করেছো বলোনা

ঘরে আর থাকা যে হলোনা

বুজিনি কখন আমি হয়েছি তোমার

আজ দেখি তুমি ছারা নেই কিছু আর ।

কি জাদু করেছো বলোনা

ঘরে আর থাকা যে হলোনা

ওই চোখে চোখ রেখে অপলোকে দেখে দেখে

এজিবন কেটে জেতে পারে।

বলোনা ওমোন করে

সুখে আমি জাবো মরে

তোমারি বুকে বারে বারে।

ওই চোখে চোখ রেখে অপলোকে দেখে দেখে

এজিবন কেটে জেতে পারে।

বলোনা ওমোন করে

সুখে আমি জাবো মরে

তোমারি বুকে বারে বারে।

বুজিনি কখন আমি হয়েছি তোমার

আজ দেখি তুমি ছারা নেই কিছু আর ।

কি জাদু করেছো বলোনা

ঘরে আর থাকা যে হলোনা

হো অন্তরে অন্তরে শত সাধনার পরে

দুটি মোন মিলে গেছে এসে

বুজিনি সাধনা আমি এজিবন হবে দামি

তোমাকেই ভালো বেসে বেসে।

অন্তরে অন্তরে শত সাধনার পরে

দুটি মোন মিলে গেছে এসে

বুজিনি সাধনা আমি এজিবন হবে দামি

তোমাকেই ভালো বেসে বেসে।

বুজিনি কখন আমি হয়েছি তোমার

আজ দেখি তুমি ছারা নেই কিছু আর ।

কি জাদু করেছো বলোনা ঘরে

আর থাকা যে হলোনা (২)

বুজিনি কখন আমি হয়েছি তোমার

আজ দেখি তুমি ছারা নেই কিছু আর ।

কি জাদু করেছো বলোনা

ঘরে আর থাকা যে হলোনা

Follow Mehbub34

Androkishor'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin