menu-iconlogo
huatong
huatong
avatar

Chokher jole ami vheshe cholechi HQ

Andru Kishorhuatong
solsberryhuatong
Şarkı Sözleri
Kayıtlar
চোখের জলে আমি ভেসে চলেছি

ছবিঃ ঝিনুক মালা

শিল্পীঃ এন্ড্রু কিশোর

চোখের জলে আমি ভেসে চলেছি

পথের দেখায় আমি পথে নেমেছি

হায়রে মনের আশা আজও মেটেনি

হায়রে সুখের কলি আজও ফোটেনি

চোখের জলে আমি ভেসে চলেছি

পথের দেখায় আমি পথে নেমেছি

হায়রে মনের আশা আজও মেটেনি

হায়রে সুখের কলি আজও ফোটেনি

INTERLUDE............

আঁধার হলে আলো জ্বলে

আলো আঁধার কে দূরে বলে

কত মানুষ এই দুনিয়া তে

তবু আমার ...........

তবু আমার নেই কেহ সাথে

হায়রে বিধির কৃপা আজও জোটেনি

হায়রে সুখের কলি আজও ফুটে নি

INTERLUDE...............

আকাশ যতই দূরে থাকে

তবু মাটী কাছে ডাকে

মিলে তারা দূর সীমানাতে

পাইনি আমি...............

পাইনি আমি খুঁজি যারে

হায়রে তবু আমি আশা ছাড়িনি

হায়রে সুখের কলি আজও ফোটেনি

চোখের জলে আমি ভেসে চলেছি

পথের দেখায় আমি পথে নেমেছি

হায়রে মনের আশা আজও মেটেনি

হায়রে সুখের কলি আজও ফোটে নি

হায়রে মনের আশা আজও মেটেনি

হায়রে সুখের কলি আজও ফোটে নি

Andru Kishor'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin