menu-iconlogo
huatong
huatong
avatar

কে বাঁশি বাজায় রে

Anilahuatong
shanyn_7712huatong
Şarkı Sözleri
Kayıtlar
Ke bashi bajay re কে বাশী বাজায় রে..

শিল্পী : এনিলা

শিরোনাম : কে বাশী বাজায় রে

কে বাঁশী বাজায় রে

মন কেন নাচায় রে

আমার প্রান যে মানে না

কিছুই ভালো লাগে না

কে বাঁশী বাজায় রে

মন কেন নাচায় রে

আমার প্রান যে মানে না

কিছুই ভালো লাগে না

Track

ঐ বাঁশী কি বিষের বাঁশী

তবু কেন ভালোবাসি

লগ্ন ভরে আড়াল থেকে

দেখেছি পোড়া হাসি

ঐ বাঁশী কি বিষের বাঁশী

তবু কেন ভালোবাসি

লগ্ন ভরে আড়াল থেকে

দেখেছি পোড়া হাসি

সে যে হৃদয় কখন করলো হরন

কিছুই জানি না

আমার প্রান যে মানে না

কিছুই ভালো লাগে না

কে বাঁশী বাজায় রে

মন কেন নাচায় রে

আমার প্রান যে মানে না

কিছুই ভালো লাগে না

This Track

নাম ধরে সে ডাকে না যে

তবু কেন মরি লাজে

মন যেন আজ একা একা

বসে না কোন কাজে

নাম ধরে সে ডাকে না যে

তবু কেন মরি লাজে

মন যেন আজ একা একা

বসে না কোন কাজে

সে যে চুপিসারে আমায় কেন

দেখেও দেখে না

আমার প্রান যে মানে না

কিছুই ভালো লাগে না

কে বাঁশী বাজায় রে

মন কেন নাচায় রে

আমার প্রান যে মানে না

কিছুই ভালো লাগে না

কে বাঁশী বাজায় রে

মন কেন নাচায় রে

আমার প্রান যে মানে না

কিছুই ভালো লাগে না

আমার প্রান যে মানে না

কিছুই ভালো লাগে না

আমার প্রান যে মানে না

কিছুই ভালো লাগে না

ধন্যবাদ সবাইকে

Anila'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin

Anila, কে বাঁশি বাজায় রে - Sözleri ve Coverları