menu-iconlogo
huatong
huatong
avatar

Tomar E Toh

Anindya Chatterjeehuatong
sales_ahuatong
Şarkı Sözleri
Kayıtlar
তোমারই তো কাছে

মোরে বেঁচে আছে

আনাচে কানাচে বোবা মন,

কেন হায় ?

বলতে না পেরে, ব্যেথাদের কোলে

ঘুমিয়ে পড়েছি যেন, রেললাইনের, রাস্তায়।

তোমারই তো কাছে

মোরে বেঁচে আছে

আনাচে কানাচে বোবা মন,

কেন হায় ?

বলতে না পেরে, ব্যেথাদের কোলে

ঘুমিয়ে পড়েছি যেন, রেললাইনের, রাস্তায়।

ঠিক তখনি বুঝেছি, তোমাকে খুঁজেছি ঠিক

তখনি বুঝেছি, তোমাকে খুঁজেছি,

নরম নরম, পাশের বালিশের মতো,

জেনে বুঝে নিয়ে, ফিরে ফিরে এসো,

ঠিকানা পাঠানো আছে,

হাসিদের, ভাঁজে ভাঁজে তাই।

তোমারই তো নামে, কমে বাড়ে থামে

মনেদের গ্রামে স্পন্দন,

কেন হায় ?

ঘাসেদের মতো, জোনাকি শরীরে,

জ্বালিয়ে নিয়েছি যেন, মন কেমনের অবেলায়।

তোমারই তো নামে, কমে বাড়ে থামে

মনেদের গ্রামে স্পন্দন,

কেন হায় ?

ঘাসেদের মতো, জোনাকি শরীরে,

জ্বালিয়ে নিয়েছি যেন, মন কেমনের অবেলায়।

ঠিক তখনি বুঝেছি, তোমাকে খুঁজেছি ঠিক

তখনি বুঝেছি, তোমাকে খুঁজেছি,

নরম নরম, পাশের বালিশের মতো,

জেনে বুঝে নিয়ে, ফিরে ফিরে এসো,

ঠিকানা পাঠানো আছে,

হাসিদের, ভাঁজে ভাঁজে তাই।

তোমারই তো কাছে

মোরে বেঁচে আছে

আনাচে কানাচে বোবা মন,

কেন হায় ?

বলতে না পেরে, ব্যেথাদের কোলে

ঘুমিয়ে পড়েছি যেন, রেললাইনের, রাস্তায়।

Anindya Chatterjee'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin