অভিমানী
শিল্পীঃ আজম খান
================================================
অভিমানী
তুমি কোথায় হারিয়ে গেছো ?
তুমিই তো বোঝাবে
তুমিই তো মানাবে
তুমিই তো বোঝাবে
তুমিই তো মানাবে
অভিমানী
তুমি কোথায় হারিয়ে গেছো ?
তুমিই তো বোঝাবে
তুমিই তো মানাবে
তুমিই তো বোঝাবে
তুমিই তো মানাবে
MUSIC
বহু দিন পরে
দেখা হলো দু'জনায়
অভিমান রেখো না
অভিমান রেখে
কি হবে বলো না
তুমি কিছু বোঝো না
বহু দিন পরে
দেখা হলো দু'জনায়
অভিমান রেখো না
অভিমান রেখে
কি হবে বলো না
তুমি কিছু বোঝো না
অভিমানী
তুমি কোথায় হারিয়ে গেছো ?
তুমিই তো বোঝাবে
তুমিই তো মানাবে
তুমিই তো বোঝাবে
তুমিই তো মানাবে
MUSIC
তুমি কি মোরে
রেখেছ বাসনায়?
একবার বলো না
এতকাল ধরে
এ যে শুধু ছলনা
জানি ভালোবাসো না
তুমি কি মোরে
রেখেছ বাসনায়?
একবার বলো না
এতকাল ধরে
এ যে শুধু ছলনা
জানি ভালোবাসো না
অভিমানী
তুমি কোথায় হারিয়ে গেছ?
তুমিই তো বোঝাবে
তুমিই তো মানাবে
তুমিই তো বোঝাবে
তুমিই তো মানাবে
=====THANK YOU===