menu-iconlogo
huatong
huatong
avatar

Icche Gulo

Anupam Roy/Ujjaini Mukherjeehuatong
roosje_popptjehuatong
Şarkı Sözleri
Kayıtlar
ইচ্ছেগুলো চল সাজাই

এলোমেলো স্বপ্নদের উঁকি

বৃষ্টি নামুক ভিজতে রাজি

পায়ে পায়ে তোর সাথে আমি

চল তবে যাই উড়ে

আজ দুজন ইচ্ছে ডানা মেলে

বৃষ্টি নামুক ভিজতে রাজি

এলোমেলো স্বপ্নদের উঁকি

ইচ্ছে গুলো চল সাজাই

পায়ে পায়ে তোর সাথে আমি

চল তবে যাই উড়ে

আজ দুজন ইচ্ছে ডানা মেলে

শুরু আজ নতুন করে

আমাদের পথ চলা

শুধু তুই থাকিস পাশে

এটুকুই ভরসা

আজ তোর হাত ধরে

দি পাড়ি

তুমি আমি এক নতুন

ভোরের সন্ধানে

ছোট ছোট গল্প যত

আনমনে রয়ে গেল বাকি

বলবো সবই যত্ন করে

বেহিসাবি শব্দ দেয় ফাঁকি

চল তবে যাই উড়ে

আজ দুজন ইচ্ছে ডানা মেলে

ইচ্ছেগুলো চল সাজাই

এলোমেলো স্বপ্নদের উঁকি

বৃষ্টি নামুক ভিজতে রাজি

পায়ে পায়ে তোর সাথে আমি

চল তবে যাই উড়ে

আজ দুজন ইচ্ছে ডানা মেলে

Anupam Roy/Ujjaini Mukherjee'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin