menu-iconlogo
logo

Tomake Bhebe Mon (Female)

logo
Şarkı Sözleri
তোমাকে ভেবে মন আনমনা সারাক্ষণ

তোমাকে ভেবে মন আনমনা সারাক্ষণ

কেন কী কারণে?

তুমি সেই তুমি, কবে ধীরে ধীরে

হয়েছ আমার তুমি এ হৃদয়জুড়ে

তোমাকে ভেবে মন আনমনা সারাক্ষণ

তোমাকে ভেবে মন আনমনা সারাক্ষণ

কেন কী কারণে?

তুমি সেই তুমি, কবে ধীরে ধীরে

হয়েছ আমার তুমি এ হৃদয়জুড়ে

রামধনু হয়ে মন কত ছবি আঁকে

স্বপ্নের জাল বুনি, প্রেম দুটি চোখে

রামধনু হয়ে মন কত ছবি আঁকে

স্বপ্নের জাল বুনি, প্রেম দুটি চোখে

একা বসে ভাবি

তার কথা সবই

একা বসে ভাবি তার কথা সবই

একা বসে ভাবি তার কথা সবই

মন যেন বলে-

তুমি সেই তুমি, কবে ধীরে ধীরে

হয়েছ আমার তুমি এ হৃদয়জুড়ে

কত চোরাখুশি করে আসাযাওয়া

তাকে না ছুঁয়েও যেন পাই তার ছোঁয়া

কত চোরাখুশি করে আসাযাওয়া

তাকে না ছুঁয়েও যেন পাই তার ছোঁয়া

এ মনের দ্বারে

কেউ নাম ধরে

এ মনের দ্বারে কেউ নাম ধরে

এ মনের দ্বারে কেউ নাম ধরে

যেন ডেকে বলে-

তুমি সেই তুমি, কবে ধীরে ধীরে

হয়েছ আমার তুমি এ হৃদয়জুড়ে

তুমি সেই তুমি, কবে ধীরে ধীরে

হয়েছ আমার তুমি এ হৃদয়জুড়ে

Anweshaa, Tomake Bhebe Mon (Female) - Sözleri ve Coverları