menu-iconlogo
logo

Saat Jonomer Valobasa

logo
Şarkı Sözleri
মনের যত কথা আছে সব বলে যাও

সাত জনমের ভালোবাসা এক জনমে দাও

বাতাসে মন ভাসিয়ে

প্রেমের গল্প শোনাও, হায়

মনের যত কথা আছে সব বলে যাও

সাত জনমের ভালোবাসা এক জনমে দাও

মনের যত কথা আছে সব বলে যাও

সাত জনমের ভালোবাসা এক জনমে দাও

চাঁদের জোছনায় সারা নিশি

চলো দু'জন হাওয়ায় মিশি

অনেক গভীরে যাবো হারিয়ে

এই বুকের ভিতরে জড়াও

বাতাসে মন ভাসিয়ে

প্রেমের গল্প শোনাও, হায়

মনের যত কথা আছে সব বলে যাও

সাত জনমের ভালোবাসা এক জনমে দাও

মনের যত কথা আছে সব বলে যাও

সাত জনমের ভালোবাসা এক জনমে দাও

চোখের সীমানায় ছুঁয়ে থাকো

প্রিয় নামে আমায় ডাকো

মনের আকাশে আছো ছড়িয়ে

এ হৃদয়ের মধ্যে হারাও

বাতাসে মন ভাসিয়ে

প্রেমের গল্প শোনাও, হায়

মনের যত কথা আছে সব বলে যাও

সাত জনমের ভালোবাসা এক জনমে দাও

মনের যত কথা আছে সব বলে যাও

সাত জনমের ভালোবাসা এক জনমে দাও

Arfin Rumey/PUJA, Saat Jonomer Valobasa - Sözleri ve Coverları