menu-iconlogo
huatong
huatong
avatar

পুরান জেলখানা

Arman Alifhuatong
muhatijaredhuatong
Şarkı Sözleri
Kayıtlar
ওই আমার পুরান জেলখানা...

তার মাঝেরে ভাঙ্গা ঘরে আমার ঠিকানা,

তার মাঝেরে চোদ্দ সিকে আমার সীমানা।

ওই আমার পুরান জেলখানা...

তার মাঝেরে ইটের দেয়াল আমার সীমানা,

তার মাঝেরে দেয়াল ঘড়ি আমার ঠিকানা।

বাইরের ওই লাল নীল বাতী চোখে পড়ে না

ভাই'বোন আর মা'বাবারেও কতদিন দেখিনা।

বাইরের ওই লাল নীল বাতী চোখে পড়ে না

ভাই'বোন আর মা'বাবারেও কতদিন দেখিনা।

চাঁন্দের আলো চোখে পড়ে না

সুখের সাক্ষাৎ মন ভরে না,

চাঁন্দের আলো চোখে পড়ে না

সুখের সাক্ষাৎ মন ভরে না।

ওই আমার পুরান জেলখানা...

তার মাঝেরে ভাঙ্গা ঘরে আমার ঠিকানা,

তার মাঝেরে ভাঙ্গা ঘরে আমার ঠিকানা।

জেলখানার ওই সেন্ট্রিচট আমারি সম্বল

এখন আমার সঙ্গী হইছে কাঁথা আর কম্বল।

জেলখানার ওই সেন্ট্রিচট আমারি সম্বল

এখন আমার সঙ্গী হইছে কাঁথা আর কম্বল।

মাসুদ রানা আর আসে না...

আগের মতো আড্ডা জমে না,

বন্ধুবান্ধব আর আসেনা

আগের মতো আড্ডা জমে না।

ওই আমার পুরান জেলখানা...

তার মাঝেরে ভাঙা ঘরে আমার ঠিকানা,

তার মাঝেরে দেয়াল ঘড়ি আমার সীমানা,

তার মাঝেরে চোদ্দ সিকে আমার সীমানা,

তার মাঝেরে পুরান ঘরে আমার ঠিকানা

Arman Alif'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin

Arman Alif, পুরান জেলখানা - Sözleri ve Coverları