menu-iconlogo
logo

Ogo Sathi Amar

logo
Şarkı Sözleri
ছেলেঃ ওগো সাথী আমার তুমি কিছু বলনা

ওগো সাথী আমার তুমি কিছু বলনা

ওগো সাথী আমার তুমি কিছু বলনা

নিরবে শুধু শুধু চেয়ে থেকো না

মেয়েঃ ওগো সাথী আমার তুমি কিছু বলনা

ওগো সাথী আমার তুমি কিছু বলনা

গানঃ ওগো সাথী আমার

শিল্পীঃ এন্ড্রু কিশোর, রুনা লায়লা

সিনেমাঃ মর্যাদা

মেয়েঃ কত কথা দুই চোখেতে

কত আশা এই বুকেতে

ছেলেঃ বলো তুমি কেনো বোঝনা

কেনো কাছে তুমি ডাকো না

বন্ধু তুমি আর মান করোনা

মেয়েঃ ওগো সাথী আমার তুমি কিছু বলনা

ওগো সাথী আমার তুমি কিছু বলনা

মেয়েঃ মায়া ভরা মধু লগ্ন,

আখি ভরা রাঙা স্বপ্ন

ছেলেঃ এসো হাসি গানে দুজনে,

ভরে রাখি এই জীবনে

এই স্মৃতি কখনো ভুলে যেও না

মেয়েঃ ওগো সাথী আমার তুমি কিছু বলনা

ওগো সাথী আমার তুমি কিছু বলনা

নিরবে শুধু শুধু চেয়ে থেকো না

ছেলেঃ ওগো সাথী আমার তুমি কিছু বলনা

ওগো সাথী আমার তুমি কিছু বলনা

Arman, Ogo Sathi Amar - Sözleri ve Coverları