menu-iconlogo
huatong
huatong
avatar

প্রতিটি চিঠিতে তুমি যে লিখিতে /মনি কিশোর

AR.Riponhuatong
༆𓅓𝑨𓂂𝑹✯𝑹𝑰𝑷𝑶𝑵༆𓅓𝐒𝐑𝐅⁣♛huatong
Şarkı Sözleri
Kayıtlar
প্রতিটি চিঠিতে

তুমি যে লিখিতে

ভুলোনা আমায়

সেই তুমি ভুলে গেলে

এই আমাকে

আমি তো ভুলিনি তোমায়।

প্রতিটি চিঠিতে

তুমি যে লিখিতে

ভুলোনা আমায়

সেই তুমি ভুলে গেলে

এই আমাকে

আমি তো ভুলিনি তোমায়।

কতটুকু দোষ ছিল

একবার তুমি যদি বলতে

বিরহ আগুনে

হত না এমন করে জ্বলতে,

কতটুকু দোষ ছিল

একবার তুমি যদি বলতে

বিরহ আগুনে

হত না এমন করে জ্বলতে।

কি এমন সুখ পেলে

কাঁদিয়ে আমায়

আমি তো ভুলিনি তোমায়

প্রতিটি চিঠিতে

তুমি যে লিখিতে

ভুলোনা আমায়

সেই তুমি ভুলে গেলে

এই আমাকে

আমি তো ভুলিনি তোমায়

কাছে এসে প্রেম দিয়ে

যেই তুমি বুকে টেনে তুলতে

সেই তুমি আমাকে

কি করে বলেছো বলো ভুলতে।

কাছে এসে প্রেম দিয়ে

যেই তুমি বুকে টেনে তুলতে

সেই তুমি আমাকে

কি করে বলেছো বলো ভুলতে।

কি যে ক্ষতি করে গেলে

বোঝানো যে দায়

আমি তো ভুলিনি তোমায়।

প্রতিটি চিঠিতে

তুমি যে লিখিতে

ভুলনা আমায়

সেই তুমি ভুলে গেলে

এই আমাকে

আমি তো ভুলিনি তোমায়।

প্রতিটি চিঠিতে

****ধন্যবাদ *****

AR.Ripon'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin