🎵গানঃ স্বপ্নের পৃথিবী।
🎤শিল্পীঃ ইমরান মাহমুদুল এবং মনমি
👉Upload by❤༺𒆜𝐀𝐑.𝙍𝙪𝙢𝙞𒆜༻❤👈
ID---13372553409
🙎♂️ছেলেঃ সুখের পরশ লাগে বুকে তুমি কাছে এলে।
🙍♀️মেয়েঃ দুঃগুলো সব যাই ভুলে তুমি ছুয়ে দিলে।
🙎♂️ছেলেঃ চলোনা দুজনে আজ, মিলে গড়ি আমাদের স্বপ্নের পৃথিবী।
🙎♂️🙍♀️উভয়ঃ চলোনা দুজনে আজ, মিলে গড়ি আমাদের স্বপ্নের পৃথিবী।
👉Upload by❤༺𒆜𝐀𝐑.𝙍𝙪𝙢𝙞𒆜༻❤👈
ID---13372553409
🙎♂️ছেলেঃ হো..প্রেমের বাগান, সাজবে ফুলে, তুমি ভালোবাসলে।
🙍♀️মেয়েঃ আমার পৃথিবী, রঙিন হবে, তুমি পাশে থাকলে।
🙎♂️ছেলেঃ প্রেমের বাগান, সাজবে ফুলে, তুমি ভালোবাসলে।
এ মনেরই গভীরে আছো তুমি জড়িয়ে যেওনা কখনো এ বাধন ছিড়ে।
চলোনা দুজনে আজ, মিলে গড়ি, আমাদের স্বপ্নের পৃথিবী।
🙎♂️🙍♀️উভয়ঃ চলোনা দুজনে আজ, মিলে গড়ি, আমাদের স্বপ্নের পৃথিবী।
👉Upload by❤༺𒆜𝐀𝐑.𝙍𝙪𝙢𝙞𒆜༻❤👈
ID---13372553409
🙍♀️মেয়েঃ আকাশ জুড়ে, বৃষ্টি পড়ে তুমি কাছে ডাকলে।
🙎♂️ছেলেঃ হো..গুনগুন করে,মন পাখি গেয়ে যায়, তোমার আমার নাম ধরে।
🙍♀️মেয়েঃ আকাশ জুড়ে, বৃষ্টি পড়ে তুমি কাছে ডাকলে।
🙎♂️ছেলেঃ এ মনেরই গভীরে আছো তুমি জড়িয়ে যেওনা কখনো এ বাধন ছিড়ে।
চলোনা দুজনে আজ, মিলে গড়ি, আমাদের স্বপ্নের পৃথিবী।
🙍♀️🙎♂️উভয়ঃ চলোনা দুজনে আজ, মিলে গড়ি, আমাদের স্বপ্নের পৃথিবী।
👉Upload by❤༺𒆜𝐀𝐑.𝙍𝙪𝙢𝙞𒆜༻❤👈
ID---13372553409