menu-iconlogo
huatong
huatong
avatar

Tumi Aashe Paashe

Ash Kinghuatong
harrowhowickhuatong
Şarkı Sözleri
Kayıtlar
F তুমি আশে পাশে থাকলে...হায়

তুমি আশে পাশে থাকলে

কত খুশি খুশি থাকছি

আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়,

তুমি অল্পসল্প চাইলে

আরো একটু বেশি থাকছি

আর খামখেয়ালি আঁকছি সারা গায়।

M এই দিন যদি না থামে

রাত যদি না শেষ হয়

তুমি নীলচে কোন খামে

আমায় মোড়ালে বেশ হয়

পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায় হায় হায়

তুমি আশে পাশে থাকলে,

কত খুশি খুশি থাকছি

আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়..

M F তুমি অল্পস্বল্প চাইলে

আরো একটু বেশি থাকছি

আর খামখেয়ালি আঁকছি সারা গায়

F নীলচে ইশারা মিলছে নিশানা

দিশাহীন এই অবাক দুটো মনের

নীলচে ইশারা মিলছে নিশানা

দিশাহীন এই অবাক দুটো মনের

M থাকবে কথা দাও, রাখবে কথা দাও

এভাবেই যেন যাই চলে দু'জনের

এই দিন যদি না থামে

রাত যদি না শেষ হয়

তুমি নীলচে কোন খামে

আমায় মোড়ালে বেশ হয়

পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায় হায় হায়

তুমি আশে পাশে থাকলে,

কত খুশি খুশি থাকছি

আর যাচ্ছি ভুলে আমি কে কোথা য়

তুমি অল্পসল্প চাইলে

আরো একটু বেশি থাকছি

আর খামখেয়ালি আঁকছি সারা গায়

M হো..বলছে দুটো চোখ,

হচ্ছে দেখা হোক

থেকোনা আর চিন্তা চিন্তা মনে..

F আসবো বলেছি, ভালোবাসবো বলেছি

যেওনা তুমি পালিয়ে গোপনে

M F এই দিন যদি না থামে

রাত যদি না শেষ হয়

তুমি নীলচে কোন খামে

আমায় মোড়ালে বেশ হয়

পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায় হায় হায়।

M তুমি আশে পাশে থাকলে,

কত খুশি খুশি থাকছি

আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়

M F তুমি অল্পসল্প চাইলে

আরো একটু বেশি থাকছি

আর খামখেয়ালি আঁকছি সারা গায়

F লা লা লা লা লা লা লা লা

হু হু হু হু হু হু হু হু...

লা লা লা লা লা লা লা লা...

লা লা লা লা লা লা লা লা

হু হু হু হু হু হু হু হু

লা লা লা লা লা লা লালা...

সমাপ্ত

ধন্যবাদ সবাইকে

Ash King'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin

Ash King, Tumi Aashe Paashe - Sözleri ve Coverları