menu-iconlogo
huatong
huatong
avatar

Kotha Dilam Ami Kotha Dilam

Asha Bhosle/ Kishore Kumarhuatong
Singer_Surajithuatong
Şarkı Sözleri
Kayıtlar
কথা দিলাম আমি কথা দিলাম।।

কথা দিলাম আমি কথা দিলাম।।

তুমি আমি যুগে যুগে থাকবো সাথে।।

যুগে যুগে থাকবো সাথে......

কথা দিলাম আমি কথা দিলাম।।

তুমি আমি যুগে যুগে থাকবো সাথে।।

যুগে যুগে থাকবো সাথে....।।

কথা দিলাম আমি কথা দিলাম

হুম..হুম..হুম..হুম...হুম..।।

আমি কথা দিলাম।।

আহা আহা হা হা হা..।।

ফুলেতে যেমনি গন্ধ থাকে

সুরেতে যেভাবে ছন্দ থাকে

ফুলেতে যেমনি গন্ধ থাকে

সুরেতে যেভাবে ছন্দ থাকে

তেমনি করে আমরা দু’জন

রবো মিশে দিনে ও রাতে

যুগে যুগে থাকবো সাথে

কথা দিলাম।।

হুম হুম হুম হুম......।।

আমি কথা দিলাম।।

আহা আহা হা হা হা।।

দাঁড়িয়ে যেদিন বলবে জীবন

আমি যাই এসেছে দেখো মরণ।।

দাঁড়িয়ে যেদিন বলবে জীবন

আমি যাই এসেছে দেখো মরণ।।

হাসি মুখে মরণেরে

তুলে দেবো মরণের হাতে

যুগে যুগে থাকবো সাথে।।

কথা দিলাম ।।

আমি কথা দিলাম।।

তুমি আমি যুগে যুগে থাকবো সাথে।।

যুগে যুগে থাকবো সাথে।।

কথা দিলাম ।।

আমি কথা দিলাম।।

কথা দিলাম ।।

আমি কথা দিলাম।।

আমি কথা দিলাম।।

Asha Bhosle/ Kishore Kumar'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin